X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

লাল-সবুজ জার্সিতে তাদের স্বপ্নের পরিধি অনেক বড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ২২:৪২আপডেট : ১৫ মার্চ ২০২২, ২২:৪২

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার দৃষ্টি কেড়েছেন দুই ফুটবলার ঈসা ফয়সাল ও মেরাজ হোসেন। প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন। সুযোগটা নষ্ট করতে চান না তারা। বাংলাদেশ দলে জায়গাটা পাকাপোক্ত করার লক্ষ্য ফয়সাল-মেরাজের।

আগামী ২৪ ও ২৯ মার্চ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মঙ্গোলিয়ার। এই দুই ম্যাচ তো বটেই, ভবিষ্যতেও লাল-সবুজ জার্সিতে মাঠ মাতানোর স্বপ্ন দেখছেন ডাক পাওয়া দুই ফুটবলার।

ফয়সাল ও মেরাজ- দুজনই বয়সভিত্তিক দলে খেলেছেন। সবশেষ অনূর্ধ্ব-২৩ দলে খেলার অভিজ্ঞতা আছে তাদের। ফয়সাল লেফট ব্যাকের পাশাপাশি উইংয়েও খেলতে পারঙ্গম। ২০১৬ সালে রংপুরের কাউনিয়া থেকে যোগ দেন বাংলাদেশ পুলিশ এফসি ক্লাবে। পুলিশের জার্সিতে নিয়মিত ভালো খেলে একে একে বয়সভিত্তিক দলের চৌকাঠ পেরিয়ে বর্তমানে কাবরেরার গুডবুকে।

জাতীয় দলে জায়গা পেয়ে ২২ বছর বয়সী এই ডিফেন্ডার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাতীয় দলে ডাক পেয়ে অনেক খুশি। অন্যদের সঙ্গে লড়াই করে নিজের জায়গাটা স্থায়ী করতে চাই। শুরুতে পরিবার থেকে কিছুটা বাধা এসেছিল, তবে বাবা আমাকে সবসময় সাহস জুগিয়েছে। যে কারণে এই পর্যায়ে আসতে পেরেছি।’

তবে দলে স্থায়ীভাবে জায়গা করে নেওয়াটা যে কঠিন তা ভালোই জানেন ফয়সাল, ‘আমার পজিশনে ইয়াসিন, রিমনসহ অন্যরা আছে। তবে অনুশীলনে সর্বোচ্চটা দিয়েই ভালো করতে চাই। আশা করছি টিকে থাকতে পারবো।’

ফয়সালের মতো একই লক্ষ্য মেরাজের। গাজীপুরের কালিয়াকৈর থেকে উঠে আসা এই ফুটবলার বয়সভিত্তিক দলের সব জায়গাতেই খেলেছেন। এবার কাবরেরার দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, ‘প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। আমারও তা-ই। এবার একাদশে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেবো। লাল-সবুজ দলে নিজের জায়গাটাও পাকা করতে চাই।’

ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে ২ গোল করেছেন মেরাজ। আর লিগে সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে একবার জাল খুঁজে পেয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ২১ বছর বয়সী ফুটবলার লক্ষ্য সামনের দিকে আরও এগিয়ে যাওয়া।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক