X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
চ্যাম্পিয়নস লিগ

শেষ আটে মুখোমুখি রিয়াল-চেলসি, ম্যান সিটির প্রতিপক্ষ আতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৯:২০আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৫:৪৩

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আরেকটি জমজমাট লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেলো। শেষ আটেই দেখা হয়ে যাচ্ছে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। আছে আরও উত্তেজনাকর দ্বৈরথ, ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার সিটি লড়বে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

আজ (শুক্রবার) সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার ‍প্রধান কার্যালয়ে হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। একই সঙ্গে ঠিক হয়ে গেছে সেমিফাইনালের গতিপথ। ড্র ভাগ্য চেলসির সামনে দাঁড় করিয়ে দিয়েছে রিয়ালকে। শেষ ষোলোতে কঠিন পথ পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে মাদ্রিদের ক্লাবটি। এবারের প্রতিযোগিতায় সবচেয়ে ফেভারিট ধরা হচ্ছিল যাদের, সেই প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে বারুদে ম্যাচ জিতে শেষ আটের টিকিট পেয়েছে তারা।

সেই চৌকাঠ পেরিয়ে যাওয়ার পর এখন কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে। সেমিফাইনালে উঠতে তাদের পেরোতে হবে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বাধা। এই দুই দলের মধ্যে যারা জিতবে, শেষ চারে তারা মুখোমুখি হবে ম্যান সিটি ও আতলেতিকো ম্যাচের জয়ীর বিপক্ষে। অর্থাৎ, ফাইনালে যাওয়ার পথটা কঠিনই এই অংশে থাকা চার দলের।

আরেক ফেভারিট বায়ার্ন মিউনিখ অবশ্য পেয়েছে তুলনামূলক ‘সহজ’ প্রতিপক্ষ। সেমিফাইনালে খেলতে তাদের পেরোতে হবে ভিয়ারিয়ালের বাধা। যদিও কাজটা সহজ হওয়ার কথা নয় জার্মান ক্লাবটির। কারণ ভিয়ারিয়াল এই রাউন্ডে জায়গা করে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে।

ইংলিশ ক্লাব লিভারপুলের পথটাও কঠিন হওয়ার কথা নয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা। এই দুই দলের মধ্যে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন-ভিয়ারিয়াল ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৫ ও ৬ এপ্রিল। ফিরতি লেগ ১২ ও ১৩ এপ্রিল। শেষ আট পেরিয়ে যাওয়া চার দল সেমিফাইনালে লড়বে। প্রথম লেগ ২৬ ও ২৭ এপ্রিল, ফিরতি লেগ ৩ ও ৪ মে।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ:

চেলসি-রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার সিটি-আতলেতিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ-ভিয়ারিয়াল

লিভারপুল-বেনফিকা

/কেআর/
সম্পর্কিত
ক্লাব বিশ্বকাপ ম্যানসিটিকে ধ্বংস করে দিতে পারে!
হাল্যান্ডের ৩০০ গোল, পেছনে ফেলেছেন মেসি-রোনালদোকেও 
নকআউটে রিয়াল মাদ্রিদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে