X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা ম্যাচে আবাহনীর লক্ষ্য একটাই...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ০০:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০০:৩১

এবারের মৌসুমে দুটি ট্রফি জিতেছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার ফুটবল লিগেও রেখেছে চোখ। কিন্তু পয়েন্ট টেবিলে অবস্থানটা ঠিক সুবিধাজনক নয়। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৬ পয়েন্ট ব্যবধান রেখে আছে শীর্ষে। ঠিক এই অবস্থায় আজ (রবিবার) সিলেট জেলা স্টেডিয়ামে দেশের ফুটবলের দুই জায়ান্ট মুখোমুখি হচ্ছে। যেখানে আবাহনীর লক্ষ্য একটাই- ৩ পয়েন্ট।

প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে এক হারে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা। সমান ম্যাচে আবাহনী পাঁচ জয়, তিন ড্র ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে রবিবারের ম্যাচ জিতে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবধান কমাতে চায় আকাশি-নীল জার্সিধারীরা। সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে তাদের।

সিলেট জেলা স্টেডিয়াম আবাহনীর হোম ভেন্যু। এই মাঠ কলিনদ্রেস-ইমনদের বেশ চেনা। এমনিতে চোটের কারণে মারিও লেমস বিদেশি খেলোয়াড়দের সার্ভিস সব ম্যাচে পাচ্ছেন না। তবে বসুন্ধরা ম্যাচে ইতিবাচক দিক হলো, চার বিদেশিই একাদশে থাকছেন। তবে দুঃসংবাদও আছে। ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা কার্ড সমস্যার কারণে খেলতে পারছেন না।

সিলেট থেকে বাংলা ট্রিবিউনকে আবাহনী কোচ বলেছেন, ‘ম্যাচ জিততে হলে ভালো খেলতে হবে। এর কোনও বিকল্প নেই। এমনিতে আমরা পিছিয়ে পড়েছি। এখন লিগ শিরোপা পেতে হলে বসুন্ধরাকে হারাতেই হবে। তা হলে আমরা কিছুটা হলেও ব্যবধান কমাতে পারবো। জেতার জন্যই দল মাঠে নামবে।’

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে বসুন্ধরা বেশ এগিয়ে। সাত ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে বসুন্ধরা চারটিতে জিতেছে, একটি হয়েছে ড্র। আর দুটিতে হার। সবশেষ স্বাধীনতা কাপে আবাহনীর কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। যা আবাহনীকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

লেমস বলেছেন, ‘সবশেষ ম্যাচটি আমরা ভালোভাবে জিতেছিলাম। এই ম্যাচও চাইবো সেভাবেই জিততে। তবে ব্যবধান যাই থাকুন না কেন, ৩ পয়েন্ট অর্জনই বড় কথা।’

আবাহনীর মতো বসুন্ধরাও চাইছে ম্যাচ জিততে। জিতে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য তাদের। ভালো ফর্মে থাকা দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘এই ম্যাচটি আমরা বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছি। দুই দলই চাইছে শীর্ষস্থানে যেতে। সেটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাইছি। কেননা আমাদের লক্ষ্যও একই।’

সব মিলিয়ে ঘরোয়া ফুটবলের দুই পরাশক্তির ম্যাচটিতে ধুন্ধুমার লড়াইয়ের আভাস মিলছে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
অ্যাজাক্সকে হারিয়ে শীর্ষে আবাহনী
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা