X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৭ গোলের ম্যাচে রিয়ালকে হারালো সিটি

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ০৩:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৩:৪২

এই মুহূর্তে ইউরোপীয় ফুটবলে অন্যতম দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের মুখোমুখিতে জমাট লড়াইয়ের আভাস মিলেছিল আগেই। ইতিহাদের মাঠে হলোও তাই। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অবশ্য পেপ গার্দিওয়ালার দলেরই জয় হয়েছে। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো ম্যান সিটি।

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগে একবারই ফাইনালে খেলার সুযোগ হয় ম্যান সিটির। বিপরীতে রিয়াল তো রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। এবার আবারও ফাইনালে খেলার ‍সুযোগ এসেছে গার্দিওয়ালার দলের সামনে। নিজেদের মাঠে লস ব্লাঙ্কোসদের প্রথমার্ধেই দুই গোল করে পিছিয়ে দেয় মাহরেজ-ব্রুইনেরা। পরবর্তিতে করেছে আরও দুই গোল। রিয়াল থেমে থেমে আক্রমণে তিন গোল করলেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি।

বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল ম্যান সিটি। ম্যাচ ঘড়ির ২ মিনিটে ম্যানচেস্টার সিটি এগিয়ে যায়। দুই ডিফেন্ডারকে ছাড়িয়ে ডান প্রান্ত থেকে রিয়াদ মাহরেজের নিঁখুত ক্রসে ডেভিড ডি ব্রুইনা নিচু হেডে গোলকিপার কোর্তোয়াকে পরাস্ত করেন।

১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডি ব্রুইনের ক্রসে বক্সের ভিতরে গ্যাব্রিয়েল জেসাস গোলকিপারের ডান দিক দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। আলাবা তার সঙ্গে সেঁটে থাকলেও আটকাতে পারেননি। ২৯ মিনিটে ব্রুইনার পাসে ফোডেন বক্সে ঢুকে ডান পায়ের শট নিলেও তা অল্পের জন্য পোস্টের বাইর দিয়ে যায়।

তবে দুই গোলে পিছিয়ে রিয়াল ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৩৩ মিনিটে মেন্ডির বা পায়ে ভাসিয়ে দেওয়া বলে করিম বেনজেমা হাফ ভলিতে জাল কাঁপান। গোলকিপার মোরারেস বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।

আবারও ম্যান সিটি আক্রমণে। ৪১ মিনিটে মাহরেজের ফ্রি-কিক গোলকিপার পাঞ্চ করে ফেরান। বিরতির পর ম্যান সিটি তৃতীয় গোলটি প্রায় পেয়ে যাচ্ছিলো। ৪৮ মিনিটে রিয়াদ মাহরেজ বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে দূরের পোস্ট দিয়ে বল ঠেলে দিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে ফোডেন পা চালালেও ডিফেন্ডার নাচো প্রতিহত করে দলকে গোল হজম করতে দেননি।

৫৩ মিনিটে অবশেষে স্কোরলাইন ৩-১ হয়। ফেরনান্দোর ভাসিয়ে দেওয়া বলে ফোডেন পোস্টের সামনে থেকে নিঁখুত হেডে সমর্থকদের আবারও উৎসব করার সুযোগ এনে দেন।

দুই মিনিট পর রিয়াল মাদ্রিদ ব্যবধান কমায়। ভিনিসিয়ুস জুনিয়র বা প্রান্ত দিয়ে একক প্রচেষ্টা বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান। স্বাগতিকদের ডিফেন্ডাররা কিছুই করতে পারেননি। ৭৪ মিনিটে চতুর্থ গোল করে সিটি। বার্নাডো সিলভা বক্সে ঢুকে বা পায়ের জোরালো শটে গোলকিপার হারিয়ে দেন।

৮০ মিনিটে রিয়াল সমর্থকরা আবারও আওয়াজ তুলে। লাপোর্তের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। করিম বেনজেমা গোলকিপারের বিপরীত দিক দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান ৪-৩ এ নিয়ে আসেন।

শেষ সময়টুকু এই স্কোরলাইন ধরে ম্যান সিটি ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো। এখন ফিরতি লেগে বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে হবে বড় পরীক্ষা। রোমাঞ্চ বুঝি সেই ম্যাচেই জমা রইলো।

/টিএ/এলকে/
সম্পর্কিত
প্রথম দল হিসেবে যে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি
শিরোপার পথে আরেকটু এগোলো রিয়াল 
রিয়ালের ড্র ছাপিয়ে আলোচনায় রেফারির ‘শেষ বাঁশি’
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!