X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

আগের চেয়েও শক্তিশালী আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৫:০৫আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৫:০৯

গতবার দুটি টুর্নামেন্ট জিতলেও অল্পের জন্য প্রিমিয়ার লিগ ট্রফি জেতা হয়নি আবাহনীর। এবার অবশ্য আটঘাট বেঁধেই দলবদলে অংশ নিয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি। যোগ করেছে নতুন দেশি-বিদেশি খেলোয়াড়। তাদের সমন্বয়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা। তাতে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ ছাড়া অন্য তিনটি ট্রফিতেও চোখ আকাশি-নীল জার্সিধারীদের।

সোমবার ছিল খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন। রাতেই আবাহনী লিমিটেডের দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ৩৫ জনের তালিকা বাফুফেতে এসে জমা পড়েছে।

এবার উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও উইঙ্গার রাকিব হোসেন দল ছেড়ে গেছেন। এছাড়া নাবীব নেওয়াজ জীবন, শহিদুল আলম সোহেল, নুরুল নাইম ফয়সাল ও ইমন মাহমুদরা ভরসা রেখেছেন মারিও লেমসের দলটির ওপর।

গতবার রিজার্ভ বেঞ্চ নিয়ে দুশ্চিন্তা ছিল। এবার মেরাজ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, আসাদুজ্জামান বাবলু ও পাপন সিংহদের মতো খেলোয়াড় আসায় নির্ভার থাকতে পারছে। আছে নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলেও।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে নতুনত্ব এসেছে। ইরানের ডিফেন্ডার মিলাদ শেখের জায়গায় এসেছেন সিরিয়া জাতীয় দলে খেলা মোহামেদ ইউসেফ। ব্রাজিলের রাফায়েল অগাস্তোর সঙ্গে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেস তো থাকছেনই। আক্রমণভাগে একটি পরিবর্তন এসেছে। ব্রাজিলিয়ান দোরিয়েল্তনের জায়গায় স্বদেশি গেটারসন আলভেজ এসেছেন। এছাড়া নাইজেরিয়ার পিটার এনরোচকে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটিতে।

বিদেশি সবার প্রোফাইলও বেশ সমৃদ্ধ। রাফায়েল কিংবা কলিনদ্রেস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।  অন্য দুই নতুন ফরোয়ার্ডই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে খেলেছেন। এখন নতুন দলের হয়ে নিজেদের প্রমাণের পালা।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস তাই প্রত্যাশা রেখে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের চেয়ে দল ভালো হয়েছে। এক পজিশনে অনেক খেলোয়াড় রয়েছে। এখন আমাদের মাঠে লড়াই করতে হবে। সব ট্রফির জন্য আমরা খেলবো।’

দলটির দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিত দাশ রুপুও আশাবাদী কন্ঠে বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি একটি ভারসাম্যপূর্ণ দল গড়তে। যেন শিরোপার জন্য লড়াই করা যায়, ট্রফি জেতা যায়। গতবার রিজার্ভ বেঞ্চের দুর্বলতার জন্য ঘরোয়া কিংবা এএফসি কাপে শেষ পর্যন্ত ভালো খেলতে পারিনি। এবার সেদিকে মনোযোগ দিয়েছি। এখন এক পজিশনে একাধিক খেলোয়াড় আছেন। একাদশে জায়গা করে নিতে সবার মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে। আশা করছি, সমর্থকদের মন জয় করতে পারবো।’

শেষ দিনে প্রিমিয়ার লিগের অন্যদলগুলোও নিজেদের নিবন্ধন সেরে নিয়েছে। স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!