X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তাদের লক্ষ্য এখন শেষ ষোলো

স্পোর্টস ডেস্ক 
৩০ নভেম্বর ২০২২, ১২:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৬:০৬

আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড- তিন দলেরই শেষ ষোলোয় যাওয়ার মতো সামর্থ্য হয়তো আছে। কিন্তু মেসিদের হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেওয়া সৌদি আরবও এখন সেই লড়াইয়ে পিছিয়ে নেই। আজ মেক্সিকোকে হারিয়ে দিতে পারলেই শেষ ষোলোর টিকিট কাটবে আরবের এই দেশ। ম্যাচটা শুরু হবে রাত ১টায়।

গ্রুপ সি’তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। এক পয়েন্ট কম নিয়ে তার পরেই আছে আর্জেন্টিনা ও সৌদি আরব। মেক্সিকোর শুধু একটি পয়েন্ট। ড্র করলেও সৌদি আরবের শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্র্রে আর্জেন্টিনাকে হারতে হবে পোল্যান্ডের কাছে। সৌদি হেরে গেলেও সম্ভাবনা থাকবে। তখন হিসাব-নিকাশ জটিল হয়ে যাবে আরও। সেক্ষেত্রে তাদের হারের ব্যবধান ১ গোলের বেশি হওয়া যাবে না। আবার পোল্যান্ডকেও জিততে হবে বড় ব্যবধানে।

নিজেদের সম্ভাবনা নিয়ে সৌদি কোচ হার্ভে রেনার্দ বলেছেন, ‘বিশ্বের কেউ ভাবেনি আমরা এই পর্যায়ের খেলা উপহার দিতে পারবো। আমরা জানি ছেলেদের সামর্থ্য। কিন্তু বিশ্ববাসীর কাছে সেটা অজানা। আমরা এখনও টুর্নামেন্টে টিকে আছি।’    

অবশ্য প্রতিপক্ষ মেক্সিকোরও সুযোগ আছে শেষ ষোলোয় যাওয়ার। সেক্ষেত্রে আরব দেশটিকে ৩ গোলের ব্যবধানে হারাতে হবে। আর পোল্যান্ডকে আর্জেন্টিনার কাছে পরাজয় এড়াতে হবে। অর্থাৎ অনুকূলে থাকা লাগবে বাকি ম্যাচের ফলাফল।

অপর দিকে ‘ডি’ গ্রুপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স সবার আগে শেষ ষোলো নিশ্চিত করলেও বাকি দলটা এখনও অনিশ্চিত। সেই লক্ষ্যে রাত ৯টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া নকআউটে ফ্রান্সের সঙ্গী হবে। ড্র করলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ফ্রান্সকে তিউনিশিয়ার কাছে হারা যাবে না। ডেনমার্ককে অবশ্য শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। তাই গ্রুপ ডি’ এর ম্যাচটা দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার অবশ্য ১৬ বছর হয়ে গেছে যারা সর্বশেষ ও প্রথমবার নকআউট খেলার সুযোগ পেয়েছে। ও্ই হিসেবে সকারুসদের কাছে এই ম্যাচটা আক্ষেপ ঘোচানোর মিশন। এরই মধ্যে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের প্রথম জয় তুলে সেটি প্রমাণের ইঙ্গিতও দিয়েছে। এখন সকারুসদের সোনালী প্রজন্মের কাছ থেকে প্রেরণা নিচ্ছেন কোচ গেরহাম আর্নোল্ড, ‘অস্ট্রেলিয়া যখন ২০০৬ সালে খেলে তখন বর্তমান খেলোয়াড়দের বয়স ১০ বছরের মতো। এখন ওরাই উত্তরসূরীদের প্রেরণা।’      

/এফআইআর/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক