X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মার্চে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:২৮

আগামী বছর বাংলাদেশ ফুটবল দলের সামনে ব্যস্ত সূচি। বিশেষ করে ফিফা প্রীতি ম্যাচ ছাড়াও আছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব। নতুন বছরের সবকটি ফিফা উইন্ডো কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (৭ ডিসেম্বর) জাতীয় টিমস কমিটির সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

সভায় ২০২৩ সালে ফিফা উইন্ডোতে সম্ভাব্য প্রীতি ম্যাচ খেলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পাঁচটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটি ২০ থেকে ২৮ মার্চ। এ সময় ঘরের মাঠে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 

দ্বিতীয় উইন্ডো থাকছে ১২ থেকে ২০ জুন। এ ছাড়া ৪ থেকে ১২ সেপ্টেম্বর, ৯ থেকে ১৭ অক্টোবর ও ১৩ থেকে ২১ নভেম্বর তিনটি ফিফা উইন্ডো রয়েছে। 

এ সময় বিভিন্ন দেশের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হলেও প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করে ফিফা উইন্ডেতে প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।

এ ছাড়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই নিয়েও সভায় আলোচনা হয়। এ পর্বের খেলা ৪ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ১২ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলা। দুটি আসরের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ নভেম্বর। 

এ ছাড়া জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি নবায়ন প্রসঙ্গে সিদ্ধান্ত হয়নি। পরের সভাতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির জন্ম হয়: কাজী নাবিল
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!