X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

মেসিকে শ্রদ্ধা জানাতে চায় ব্রাজিলের মারাকানা

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৫৫

বিশ্ব ফুটবলে ১৬ বছর ধরে আধিপত্য ছিল শুধু ইউরোপীয় ফুটবলের। কাতার বিশ্বকাপে সেটির অবসান ঘটিয়ে লাতিন ফুটবলের পতাকা তুলে ধরেছে আর্জেন্টিনা। আর তা সম্ভব হয়েছে লিওনেল মেসি নামের আর্জেন্টাইন খুদে জাদুকরের কল্যাণে।

লাতিন ফুটবলকে নতুন করে সিংহাসনে বসানোয় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম চাইছে তাদের হল অব ফেমে থাকুক মেসির ফুটপ্রিন্ট তথা পায়ের ছাপ। সে কারণে মেসিকে আমন্ত্রণ জানিয়েছে নেইমারের দেশ। সেখানকার আইকনিক স্টেডিয়ামের হল অব ফেমে রেখে দেওয়া হবে মেসির ফুটপ্রিন্ট। 

মারাকানার দায়িত্বে থাকা রিও ডি জেনেইরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, তারা আমন্ত্রণের চিঠি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে মেসিকে পাঠিয়েছে।

সেই চিঠিতে সংস্থাটির প্রেসিডেন্ট আদ্রিয়ানো সান্তোস লিখেছেন, ‘মাঠ ও মাঠের বাইরে মেসি এরইমধ্যে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। যিনি বছরের পর বছর ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছেন। মারাকানায় তার মতো একজনকে শ্রদ্ধা জানানোর মতো উপযুক্ত আর কিছু হতে পারে না। কারণ, বল পায়ে মেসি জিনিয়াস একজন।’

মারাকানায় এর আগেও স্থান পেয়েছে কিংবদন্তিদের ফুটপ্রিন্ট। যাদের পায়ে ফুটবল সৌরভ ছড়িয়েছে তাদের মধ্য থেকে সেখানে রয়েছে ব্রাজিল কিংবদন্তি পেলে, গারিঞ্চা ও রোনালদোদের পায়ের ছাপ। আরও স্থান হয়েছে চিলির ফিগুয়েরো, সার্বিয়ার পেতকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ ও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারেরও।

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল হয়েছে ১৯৫০ ও ২০১৪ সালে। ২০১৪ সালে তো জার্মানির কাছে এই মাঠে হেরেই মেসিদের শিরোপা বঞ্চিত হতে হয়েছে। তবে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে তাদের ট্রফি ঘরাও ঘুচেছে একই মাঠে।  

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
মানহীন চালে বাজার সয়লাব
মানহীন চালে বাজার সয়লাব
ভ্রাম্যমাণ আদালতে হামলার অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতে হামলার অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার