X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন বছরটি কাবরেরার জন্য চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:২৭

হাভিয়ের কাবরেরার সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তি হয়েছে। তা আগেই ঘোষণা দিয়েছে বাফুফে। বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে সভাও করেছেন স্প্যানিশ কোচ। নতুন বছরটি যে চ্যালেঞ্জের, তা অকপটে বলতে দ্বিধা করেননি ৩৮ বছর বয়সী কোচ।

২০২২ সালে প্রথম জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন কাবরেরা। তার অধীনে বাংলাদেশ দল আটটি ম্যাচ খেলেছে। এরমধ্যে একটিতে জয়, দুটিতে ড্র ও বাকি পাঁচটি ম্যাচে হারতে হয়েছে। প্রথম বছরের অভিজ্ঞতা শোনাতে গিয়ে কাবরেরা বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে, ২০২২ সালটি। জাতীয় দলের সঙ্গে থেকে। আমরা জানি, ফল আরও ভালো হতে পারতো। কিন্তু আমাদের সবার উচিত পারফরমেন্সের দিকে মনোযোগ দেওয়া। গেম বাই গেম। উন্নতির দিকটি।’

চুক্তি নবায়নে পর ৩৮ বছর বয়সী কোচ মনে করছেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে হচ্ছে,‘ নতুন করে চুক্তি হওয়ায় আমি খুশি। দায়বদ্ধতা রয়েছে। এটা চ্যালেঞ্জও। আমাদের মিশন হলো— ফলের দিকটায় উন্নতি করতে হবে। নতুন বছরে নির্দিষ্ট কোনও লক্ষ্য নেই। আমাদের খেলতে হবে। প্রতিদ্বন্দ্বিতা গড়তে হবে। উন্নতি করতে হবে। এটাই হলো দৃষ্টি।’

মার্চে বাংলাদেশ দল ফিফা প্রীতি ম্যাচ খেলবে। নিজেদের মাঠে হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া রয়েছে সাফ ও বিশ্বকাপের বাছাইপর্ব। তাই কাবরেরা বেশি সতর্ক,‘প্রথম অ্যাসাইমেন্ট মার্চে। আমাদের ঘরের মাঠে খেলতে হতে পারে। দর্শক-সমর্থকদের সামনে ভালো পারফরমেন্স করে দেখাতে হবে। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ আছে। সেখানে চ্যালেঞ্জ আছে। আছে বিশ্বকাপ বাছাইপর্ব। সবগুলোই গুরুত্বপূর্ণ।’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা