X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আবারও বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৬

নগরপ্রতিদ্বন্দ্বী হওয়ায় রেষারেষি থাকবেই। কিন্তু গতকাল যেটা হলো সেটা সব কিছু অতিক্রম করে গেছে। কোপা দেল রেতে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগেই বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

ঘটানাটা ঘটেছে দুই দলের কোপা দেল রের ম্যাচের আগে। ভিনিসিয়ুস জুনিয়রের পুত্তলিকা একটি ব্রিজের ওপর থেকে ফাঁসের মতো ঝুলিয়ে দেওয়া হয়। সঙ্গে একটি ব্যানারে লিখে রাখা হয় ঘৃণা ছড়ানো মন্তব্য- মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে। যদিও অ্যাতলেতিকো বিষয়টিকে অরুচিকর অ্যাখ্যা দিয়েছে। তবে ম্যাচের আগে বিষয়টি উত্তেজনাও ছড়িয়েছে বেশ। লা লিগাসহ রিয়াল মাদ্রিদ তীব্র নিন্দা জানিয়েছে।  

তবে যাকে নিয়ে এই ঘটনা, সেই ভিনিসিয়ুস ঠিকই এর জবাব দিয়েছেন দলের জয়ে ভূমিকা রেখে। অ্যাতলেতিকোকে কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৯ মিনিটে মোরাতার গোলে এগিয়ে গিয়ে রিয়ালকে স্তব্ধ করে দিয়েছিল অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে তাদের সমতায় ফেরান রদ্রিগো। কিন্তু নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে সেখানেই জয় নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোস। ১০৩ মিনিটে একটি গোল করেন করিম বেনজিমা। ১২০+১ মিনিটে তৃতীয় গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বেনজিমার গোলের আগে ৯৯ মিনিটে দশ জনের দলে পরিণত হয় অ্যাতলেতিকো। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্টেফান সাভিচ।

অবশ্য ভিনিসিয়ুস এবারই প্রথম অ্যাতলেতিকোর ম্যাচে বর্ণবাদের শিকার হলেন না। গত সেপ্টেম্বরেও তাকে নিয়ে অ্যাতলেতিকোর ভক্তরা বর্ণবাদী গান গেয়েছিলেন। তার পর স্প্যানিশ লিগকে বর্ণবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিল ব্রাজিলিয়ান এই তরুণ। তার পরেও সেটি থামলো কই?

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…