X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

পয়েন্ট হারিয়ে আনচেলত্তি বলেছেন, যুদ্ধের জন্য তৈরি রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১২:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:৪৪

সান্তিয়াগো বার্নাব্যুতে অনেকগুলো সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ। তার পরেও রিয়াল সোসিয়েদাদ গোলকিপার অ্যালেক্স রেমিরোকে স্বাগতিকরা পরীক্ষায় ফেলতে পারেনি। বরং হতাশার গোলশূন্য ড্রয়ে লা লিগায় পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড় থেকে পিছিয়েই থাকছে লস ব্লাঙ্কোস।

রেমিরো এক ভিনিসিয়ুস জুনিয়রকে তিনবার হতাশ করেছেন। তাতে শীর্ষে থাকা বার্সার চেয়ে মাদ্রিদের অভিজাতরা এখনও ৫ পয়েন্ট পিছিয়ে। আর তিনে থাকা সোসিয়েদাদের চেয়ে এগিয়ে তিন পয়েন্টে। বার্সার ১৮ ম্যাচে পয়েন্ট ৪৭। রিয়ালের সমান ম্যাচে ৪২। তবে পয়েন্ট ভাগাভাগি করেও আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আগামী কয়েক মাসের কঠিন যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে তার দল, ‘জানুয়ারি মাসটা আমাদের জন্য কঠিন গেছে। তবে দল হিসেবে আমাদের অনেক উন্নতি হয়েছে। সেটা সার্বিক দিক দিয়েই। আমি মনে করি আগামী কয়েক মাসে যে যুদ্ধ, সেখানে ঘুরে দাঁড়াতে পারবো।’

বুধবার রিয়াল বেতিসের মাঠে বার্সেলোনা খেলতে যাবে। একদিন পর ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেবে মাদ্রিদ। এই দুই ম্যাচের পরই মূলত মৌসুমের অর্ধেক শেষ করবে দুই দল। ৩৮ ম্যাচের মধ্যে খেলা হয়ে যাবে ১৯টি। এই অবস্থায় শেষ মুহূর্তে দল-বদলের কোনও কৌশলে অংশ নেবে না তারা। কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ‘দল বদলের জানালা সব দিক দিয়েই বন্ধ। হোক সেটা ছেড়ে দেওয়া কিংবা আগমনের ক্ষেত্রে।’ মূলত মৌসুমটা লম্বা হওয়াতেই আশা ছাড়ছেন না তিনি, ‘এটা লম্বা মৌসুম। যদি বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতি। তাহলে গত মৌসুমে যে অবস্থায় ছিলাম, তার চেয়ে বেশি পয়েন্ট হবে আমাদের।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
গানের শিল্পী, গ্রামোফোন, ক্যাসেট ও অন্যান্য: পর্ব ১৬রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারি দিনেন্দ্রনাথ
কমিউনিটি সেন্টারে নিকাহ রেজিস্ট্রি নিয়ে দুই কাজীর টানাটানি
কমিউনিটি সেন্টারে নিকাহ রেজিস্ট্রি নিয়ে দুই কাজীর টানাটানি
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
দেবে গেছে সেতু, মাঝে গর্ত
দেবে গেছে সেতু, মাঝে গর্ত
সর্বাধিক পঠিত
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ