X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭

এটা জানাই ছিল কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ। কিন্তু পরম আকাঙ্ক্ষিত সোনালী ট্রফিটা জিতে মনে হচ্ছে আর্জেন্টাইন প্রাণভোমরা আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছেন। আগামী ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।

আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা দিয়ারিও ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আসলে বয়সের কথা ভাবলে ২০২৬ বিশ্বকাপ খেলাটা কঠিন। তবে ফুটবল খেলাটা অনেক ভালোবাসি। যখন বুঝবো আমি খুব ভালো অবস্থায় আছি, খেলাটা উপভোগও করছি। তখন খেলা চালিয়ে যাবো। আসলে সব কিছু নির্ভর করছে তখন পর্যন্ত আমার ক্যারিয়ার কীভাবে অগ্রসর হচ্ছে।’

মেসি যদি খেলাটা চালিয়ে যান, তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন কোচ লিওনেল স্ক্যালোনি। কারণ ৫ বিশ্বকাপ খেলা ৬ খেলোয়াড়ের মধ্যে মেসি অন্যতম একজন। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। স্ক্যালোনি গত মাসেই স্প্যানিশ রেডিও কালভিয়াকে বলেছিলেন, ‘আমার মনে মেসি আগামী বিশ্বকাপেও খেলার সামর্থ্য রাখে। আসলে পুরো বিষয়টা নির্ভর করে বিষয়গুলো মেসি কীভাবে চায় এবং সময় কতটা প্রভাব ফেলছে তার ওপর। তবে ওর জন্য দরজা সব সময় খোলা থাকবে। মাঠে মেসি সব সময়ই আনন্দে থাকে এবং আমাদের জন্য সেটাই মঙ্গলজনক।’

কাতার বিশ্বকাপে সাত গোল করেছেন মেসি। এখন যদি আগামী বিশ্বকাপেও তিনি খেলতে পারেন। তাহলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়ায় বসতে পারবেন। তার বিশ্বকাপে মোট গোল এখন ১৩। সর্বোচ্চ গোলের রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসার চেয়ে ৩ গোল পিছিয়ে। 

/এফআইআর/     
সর্বশেষ খবর
কেজিতে কুমড়া কিনে ঠকছেন ক্রেতারা?
কেজিতে কুমড়া কিনে ঠকছেন ক্রেতারা?
প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির তৈজসপত্র
প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে মাটির তৈজসপত্র
স্বল্প আয়ের মানুষের চোখ ওএমএসের ট্রাকে
স্বল্প আয়ের মানুষের চোখ ওএমএসের ট্রাকে
কালো বীজে চাষির সোনালী স্বপ্ন
কালো বীজে চাষির সোনালী স্বপ্ন
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?