X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার রিভার প্লেটের কাছে আবাহনীর ইতিহাস তুলে ধরেছেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮

দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস চালু হচ্ছে। বিষয়টি সামনে রেখে অন্যান্য বিভাগের সঙ্গে তাদের বিখ্যাত অ্যাতলেতিকো রিভার প্লেট ক্লাবের কর্মকর্তারাও ঢাকায় এসেছেন। এসেই ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহ দেখিয়েছেন তারা। ঢাকায় এসে দেশের শীর্ষ পাঁচ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। এরমধ্যে দেশের অন্যতম ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডও রয়েছে। 

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অ্যাতলেতিকো রিভার প্লেটের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্কুল বিভাগের প্রধান সেবাস্তিয়ান পেরেজ এস্কোবারের সঙ্গে মত বিনিময় করেছেন আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। সেখানে দুই ক্লাবের সঙ্গে ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা ছাড়াও আবাহনীর ইতিহাস ও সাফল্য তুলে ধরা হয়েছে।

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। আলোচনার সময় কাজী নাবিল আহমেদ ক্লাবটির মাধ্যমে তাদের দেশকে শুভেচ্ছা জানিয়েছেন। আনুষ্ঠানিকতা শেষে সংবাদ মাধ্যমে কাজী নাবিল বলেছেন, ‘আমরা আনন্দিত আর্জেন্টিনা থেকে রিভারপ্লেট ক্লাব এখানে এসেছে, ৫টি দলের সঙ্গে মত বিনিময় করেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবাহনী লিমিটেড থেকে তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছি। রিভারপ্লেট ক্লাব আর্জেন্টিনায় অত্যন্ত স্বনামধন্য, অত্যন্ত নামকড়া ক্লাব। তাদের বিশাল কর্মকাণ্ড আছে। একাডেমি সহ অনেক কাজ করে তারা।’

আবাহনীর দীর্ঘ ইতিহাস তুলে ধরার কথা জানিয়ে কাজী নাবিল বলেছেন, ‘আবাহনীর ইতিহাস ও সাফল্যের কথা তুলে ধরেছি। আমরা কীভাবে ক্লাব পরিচালনা করছি তার বিভিন্ন কর্মকাণ্ড তাদের কাছে তুলে ধরেছি। তারাও তাদের সকল কর্মকাণ্ড তুলে ধরেছে। সাফল্যের কথাও। তারা বিভিন্ন টুর্নামেন্ট জিতেছে। বর্তমান আর্জেন্টিনা দলের ২২ জনের মধ্যে ৮ জন তাদের ক্লাবের একাডেমি থেকে গড়ে উঠেছে সেটাও জেনেছি।’

রিভার প্লেট ক্লাব বাংলাদেশের যে কোনও একটি ক্লাবের সঙ্গে একাডেমি গড়তে আগ্রহ দেখিয়েছে। বাফুফের অন্যতম সহ-সভাপতি বলেছেন, ‘বাংলাদেশেও তারা যে কোনও একটি ক্লাবের সঙ্গে আলোচনা করে একাডেমি করতে চাইছে, আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে তারা চায় বাংলাদেশ থেকে যেন কোচ ও খেলোয়াড় পাঠাতে পারি ট্রেনিং ও জ্ঞান অর্জনের জন্য। আমরাও আগ্রহের কথা জানিয়েছি। তারা এখন প্রস্তাব পাঠাবে। তখন সেটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবো।’

তাতে যে রিভার প্লেট কিংবা অন্য যে কোনও ক্লাবের পার্টনারশিপের মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে সেটা মনে করেন কাজী নাবিল, ‘দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল উন্নয়নে রিভারপ্লেট ক্লাব কিংবা অন্য অনেক পেশাদার ক্লাব যদি বিভিন্নভাবে পার্টনারশিপ তৈরি করে। তাহলে সেটি ফুটবলের জন্য ইতিবাচক রোল তৈরি করবে। ঢাকা আবাহনী এরই মধ্যে কাজ শুরু করেছে নিজস্ব বেশ কিছু ইনডোর ও একাডেমি ফেসিলিটিজ তৈরি করার জন্য। আগামী এক বছর সময় লাগবে তা তৈরি করতে। তখন পার্টনারশিপের মাধ্যমে রিভারপ্লেট বা অন্য যে কোনও স্বনামধন্য ক্লাবের সঙ্গে সেটি বাংলাদেশের ফুটবল তারকা তৈরি করতে অনেক সাহায্য করবে।’

বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে বাংলাদেশের সমর্থন দেখে তারা অভিভূত। সেজন্যই এখানে এসে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে তারা। কাজী নাবিলের কথায় জানা গেলো, ‘আর্জেন্টিনার সঙ্গে বর্তমান সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রী আজ ঢাকায় এসেছেন। তারা বলেছেন যে বাংলাদেশের সমর্থন দেখে তারা অভিভূত। এবং বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা ও আর্জেন্টিনার পক্ষে সমর্থন দেখে তারা আনন্দিত। তারা চায় এই সম্পর্ক জোরদার করতে। ফুটবল ডিপ্লোমেসির বড় অংশ হচ্ছে তাদের ক্লাবের এখানে আসা, আমাদের সঙ্গে মত বিনিময় করা। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে আমরা এখান থেকে অর্থবহ কিছু পাবো।’

সামনের দিকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তা গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন কাজী নাবিল, ‘তাদের বলেছি আবাহনীর কাছে প্রস্তাব দিতে। এরই মধ্যে তারা কিছু তথ্য জানে। আরও কিছু তুলে ধরেছি। তারা ভবিষ্যতে আমাদের কাছে প্রস্তাব পাঠাবে, আমরা গুরুত্ব সহকারে তা দেখবো। আমাদের জন্য যদি তা অর্থবহ ও সামঞ্জস্য হয় তাহলে অবশ্যই সামনের দিকে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

আবাহনী লিমিটেডে নতুন করে কমপ্লেক্সের কাজ শুরু হয়েছে। সামনের দিকে ফুটবল ও ক্রিকেট একাডেমির কাজও হবে। তাই কাজী নাবিল মনে করছেন, ‘সবচেয়ে বড় দরকার ভালো ফুটবল খেলোয়াড় তৈরি করা। আবাহনী চিন্তা করছে ভবিষ্যতে একাডেমি স্টাইলে ফুটবলার তৈরি করতে। এর জন্য আমাদের নতুন অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য ফুটবল ও ক্রিকেটে একাডেমি করার চিন্তা-ভাবনা রয়েছে। তখন আমাদের সবচেয়ে বড় টেকনিক্যাল সাপোর্ট লাগবে- কী করে একাডেমি পরিচালনা করলে আজ থেকে ১০ বছর পর সঠিক কোয়ালিটি খেলোয়াড় পাবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী: কাবরেরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক