X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিজেদের শক্তি দেখালো রাশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৭:২০আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭:৪৬

শক্তিশালী রাশিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। জয়ের সুপ্ত ইচ্ছা থাকলেও মাঠের লড়াইয়ে বোঝা গেলো ইউরোপের প্রতিনিধিরা কত শক্তিশালী। তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে গোলাম রব্বানী ছোটনের দল। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলতে এসেই নিজের জাত চিনিয়েছে লেভ ইয়াসিনের দেশ। বুধবার রাশিয়া ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে রাশিয়ার সিনিয়র দল ২৬তম স্থানে। বাংলাদেশের স্থান ১৪০। ফলে বয়সভিত্তিক ফুটবলেও যে শক্তির তারতম্য থাকবে সেটা অনুমিত ছিল। শারীরিক গঠন শুধু নয়, টেকনিক্যালি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। গোছালো ফুটবল খেলে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে তারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে ছিল রাশিয়ার আধিপত্য। এই অর্ধেই তারা ২-০ গোলে এগিয়ে ছিল।

৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণের ভুলে রাশিয়া এগিয়ে গেছে। ভাসিলিসা আভদিয়েঙ্কোর লং পাস বক্সের ভেতরে দারুণভাবে রিসিভ করে লক্ষ্যভেদ করেছেন অধিনায়ক ইলেনা গোলিক।

ম্যাচের মুহূর্তের ছবি। ৩৩ মিনিটে ভাগ্য ভালো যে ব্যবধান বাড়েনি। আনাস্তাসিয়া কারাতায়েভার লক্ষ্যে নেওয়া শট ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস ক্লিয়ার করে বিপদমুক্ত করেছেন। ৩৬ মিনিটে রাশিয়ার আরও একটি প্রচেষ্টা রুখে দিয়েছেন অর্পিতা। বিপরীতে ৪৩ মিনিটে বাংলাদেশের গোল শোধের দারুণ সুযোগ নষ্ট করে দেয় রাশিয়া। সাগরিকার কোনাকুনি পাস সুরভী আকন্দ বক্সের প্রান্তে পেয়ে জোরালো শট নিলেও তা গোলকিপার বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেছেন।

তবে দুই মিনিট পর রাশিয়া আবারও লক্ষ্যভেদ করে এগিয়ে গেছে। আনা শাকরোভার পাসে অরক্ষিত এলিনা গোলিক ৬ গজ দূরত্বে থেকে প্লেসিং করে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। বিরতির পরও রাশিয়ার আক্রমণে ভাটা পড়েনি।

৪৮ মিনিটে আনাস্তাসিয়া কারাতায়েভার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে ভিক্টোরিয়া কিরুকোভার শট ফিস্ট করে ফিরিয়েছেন গোলকিপার সংগীতা রানি দাশ।

৬২ মিনিটে রাশিয়া স্কোরলাইন ৩-০ করে নিজেদের জয় সুনিশ্চিত করেছে। আনাস্তাসিয়া কারাতায়েভা বক্সে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং শটে স্বাগতিকদের ছিটকে দিয়েছেন।

তাতে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে রাশিয়া। আর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে এসে হার দেখলো। শুক্রবার লিগ পর্বে ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিক দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন