রবিনহো-দোরিয়েলতন জুটিতে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে শনিবার এই দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে অস্কার ব্রুজনের দল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসিকে।
কিংস অ্যারেনায় শুরু থেকেই ফর্টিসকে চাপে ফেলে দেয় বসুন্ধরা। তবে ৩৩ মিনিটে প্রথম গোল আসে। বক্সের সামনে থেকে রবিনহোর নিচু করে নেওয়া ফ্রি কিক জড়িয়ে যায় জালে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কিংস। স্পট কিক থেকে জোড়া গোল করেন রবিনহো। লিগে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এটা সপ্তম গোল।
বিরতির পরও বসুন্ধরার দাপট চলেছে। ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে কিংস। স্কোরশিটে নাম তোলেন আরেক ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেজ। ফ্রি কিক সরাসরি পোস্টে না মেরে মিগেল বাড়িয়ে দেন বক্সের অন্য প্রান্তে থাকা দোরিয়েলতনকে। ফর্টিসের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
৭০ মিনিটে চতুর্থ গোল পেয়ে যায় কিংস। রবিনহোর আড়াআড়ি ক্রসে জাল খুঁজে নেন দোরিয়েল্তন। ১১ গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ফর্টিসের ব্যবধান কমান গাম্বিয়ান ফরোয়ার্ড জায়রা গফ।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা জেতার পথে আরও এগিয়ে গেলো কিংস। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস। অন্যদিকে কুমিল্লায় বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পুলিশ। এক পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে মোহামেডান।