X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে বড় জয় বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৩, ১৮:৪৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:৪৮

প্রিমিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার রহমতগঞ্জকে ৪-০ ব্যবধানে হারিয়েছে লিগ জায়ান্টরা। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। একটি করে গোল করেছেন আরেক ব্রাজিলিয়ান রবিনহো ও আসরর গফুরভ।

দারুণ জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা জেতার পথে আরও এগিয়ে গেছে বসুন্ধরা। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ব্রুজনের দল এগিয়ে দশ পয়েন্টে।রহমতগঞ্জ দশ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

মুন্সিগঞ্জের শহীদ লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ জুড়েই একচেটিয়া আধিপত্য ছিল বসুন্ধরার। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। ম্যাচ ঘড়ির ৫ মিনিটে প্রথমবার এগিয়ে যায় তারা। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রবিনহো। অবশ্য ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নেওয়া প্রথম শট ফিরিয়ে দিয়েছিলেন গোলকিপার মামুন আলিফ। ফিরতি বলেই অনায়াসে জাল খুঁজে নেন তিনি। লিগে এটি তার অষ্টম গোল।

রহমতগঞ্জের ওপর চাপ ধরে রেখে বসুন্ধরা ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছে। রবিনহোর ক্রস বক্সের মধ্যে ঠিকমত ক্লিয়ার করতে পারেনি রহমতগঞ্জের এক ডিফেন্ডার। সেই বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে পাঠান আসরর গফুরভ। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ৩-০ করে বসুন্ধরা। বাঁ পায়ের মাপা ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন মিগেল ফিগেইরা।

রহমতগঞ্জ বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর চেষ্টায় থাকলেও সেই সুযোগ নষ্ট করেছে। বরং দ্বিতীয়ার্ধের যোগ করা প্রথম মিনিটে চতুর্থ গোলে জয়ের ব্যবধান বড় করেছেন মিগেল ফিগেইরা। রাকিবের কাট ব্যাকে বক্সের ওপর থেকে মিগেলের বাম পায়ের শট রহমতগঞ্জের গোলকিপার রুখতে পারেননি।

এদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন দুই ফুটবলার। ৬৬ মিনিটের মাথায় ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেন শেখ জামালের জর্জ আগুইলার এবং পুলিশের জোহান আরাঙ্গো। এই পরাজয়ে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পুলিশ। ১৯ পয়েন্টে তিনে উঠে এসেছে শেখ জামাল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল