বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনায় মুগ্ধতা প্রকাশ করেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাসে হতবাক না হয়ে পারেনি আলবিসেলেস্তেরা। এনিয়ে কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসিরও ছিল সরব উপস্থিতি। এবার বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ালো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশের বৃহত্তম মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিকাশকে আঞ্চলিক স্পন্সর হিসেবে ঘোষণা করলো তারা। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনও কোম্পানি তাদের স্পন্সর হলো।
এএফএ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশে তার প্রথম আঞ্চলিক স্পনসরশিপ চুক্তি উপস্থাপন করছে, কোম্পানি বিকাশের সাথে।’ বিকাশও পোস্ট দেয়, ‘জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসাথে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।’
এই চুক্তির মাধ্যমে মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো মহাতারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে বিকাশের গ্রাহক ও আর্জেন্টাইন ভক্তদের। তাদের দারুণ সব অভিজ্ঞতা দিতে তৈরি এই কোম্পানি। তারকাদের সই করা জার্সি, আরও অনেক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হবেন তারা।
এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বলেছেন, ‘বিশ্বকাপ জুড়ে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে অভিনব সমর্থন, শক্তি আর ভালোবাসা অনুভব করেছে আর্জেন্টাইন জাতীয় দল। এশিয়ান দেশ থেকে বিকাশের মতো জনপ্রিয় কোম্পানিকে পেয়ে আমরা খুব খুশি। ওই দেশ থেকে তারাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম আঞ্চলিক স্পন্সর। বিকাশের মাধ্যমে এএফএ ও বাংলাদেশের সম্পর্কের নতুন মাইলফলক রচিত হলো।’