X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

লাল কার্ডের ম্যাচে বসুন্ধরার জয়, জিতলো মোহামেডানও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৯ মে ২০২৩, ১৮:৩৫

বড় ব্যবধানে জিততে পারতো বসুন্ধরা কিংস। কিন্তু গোলকিপার মোহাম্মদ নাইম একের পর এক গোলের সুযোগ নস্যাৎ করে দেওয়ায় তা আর হয়নি। তাতে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে দুই অর্ধে একটি করে লক্ষ্যভেদের সুবাদে অস্কার ব্রুজনের দল ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় বসুন্ধরা। শুরুতে গোলকিপার বিপজ্জন অঞ্চলে দোরিয়েল্তনকে নাইম বাধা দিয়েছিলেন। তার পর পাওয়া পেনাল্টি থেকে জাল কাঁপিয়েছেন ব্রাজিলিয়ান মিগেল। বলের লাইনে ঝাঁপালেও নাইম সেটি প্রতিরোধ করতে পারেননি। একটু পরই ডাবল হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর ফরহাদ মনা। তাদের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও রেফারি সায়মন সানি তাতে কর্ণপাত করেননি।

তার পরেও ১০ জন নিয়ে চট্টগ্রাম আবাহনী গোল শোধ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি তারা। ৩২ মিনিটে তো রকির ক্রসে ইকবালের হেড ড্রপ খেয়ে বাইরে দিয়ে গেছে।

বসুন্ধরা বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে। অবশেষে ব্যবধান দ্বিগুণ হয়েছে ৫১ মিনিটে।  রবিনহোর কর্নারে প্লেসিং শটে স্কোরলাইন ২-০ করেছেন দোরিয়েল্তন। ৬০ মিনিটেও স্কোর ৩-০ হতে পারতো। কিন্তু রবিনিয়োর পেনাল্টি শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেছেন নাইম। শুধু একটি নয়, নাইম এই অর্ধে বেশ কয়েকটি শট রুখে দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন।

এদিকে, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে শেখ জামালকে হারিয়েছে। ৫২ মিনিটে সাজ্জাদ হোসেন একমাত্র গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন।

আজকের জয়ে বসুন্ধরা কিংস ১৬ম্যাচে ১৪ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী ষষ্ঠ হারে আগের ১৩ পয়েন্টে তলানিতে অবস্থান করছে। মোহামেডান ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। শেখ জামাল এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্টে অবস্থান করছে চারে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল