অনূর্ধ্ব -২৩ ফুটবল দলের সবশেষ কোচ ছিলেন মারুফুল হক। এবার ৪-১২ সেপ্টেম্বর থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের জন্য দেশের আরেক প্রতিশ্রুতিশীল কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের পরিচালনায় মুলতবি সভা থেকে এমনই সিদ্ধান্ত হয়েছে।
সেপ্টেম্বরে জাতীয় দলের প্রীতি ম্যাচ ও এএফসি অনূর্ধ্ব-২৩ দলের খেলা একই সময়ে পড়ায় বাফুফে আলাদা করে কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে।
জাতীয় টিমস কমিটির আজকের সভা শেষে অন্যতম সদস্য সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ‘সবার আলোচনার ভিত্তিতে মিন্টুকে প্রধান ও মাসুদ পারভেজ কায়সারকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’