X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

মার্টিনেজের সফর নিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৯:০৪আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৯:২৫

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ সোমবার (৩ জুলাই) ঢাকায় আসছেন। তবে তার ঢাকা সফর সীমিত আকারে বলে জানিয়েছে আয়োজক সংস্থা নেক্সট ভেঞ্চার। রবিবার (২ জুলাই) বিকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভেঞ্চারের সিইও সাঈদ আব্দুল্লাহ জায়েদ।

আর্জেন্টাইন এই তারকা তার দেশ থেকে সরাসরি ঢাকায় আসবেন সংক্ষিপ্ত সময়ের জন্য। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে বিশ্রাম শেষে তিনি আসবেন নেক্সট ভেঞ্চার কার্যালয়ে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে পারে স্মারক হিসেবে জার্সি হস্তান্তর অনুষ্ঠান। এরপর সোমবার বিকালের ফ্লাইটে এমি মার্টিনেজ কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সাঈদ আব্দুল্লাহ জায়েদ বলেন, ‘এমি মার্টিনেজের সঙ্গে আমাদের আগে থেকেই কোলাবরেশন আছে। উনি কলকাতায় যাবেন, আর সেজন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি ঢাকায় এসে কোনও পাবলিক ইভেন্টে অংশ নেবেন না। এটা করতে পারলে আমাদের জন্য ভালো হতো। আমরা বড় একটা অনুষ্ঠান আয়োজন করতে পারতাম।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এমি মার্টিনেজ তার সফরের সময় নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে ফটোশুট, শর্ট ইন্টারভিউর মতো কার্যক্রমে অংশ নেবেন। এ সময় সীমিত কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়সহ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। এরমধ্যে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মাশরাফি বিন মুর্তজা।

প্রসঙ্গত, মার্টিনেজের কলকাতার সফরসূচি প্রকাশ হলেও বাংলাদেশের সফরসূচি নিয়ে রবিবার দুপুর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে কিছু বলা হয়নি। আয়োজকদেরও ছিল না ব্রিফিংয়ের কোনও প্রস্তুতি। বিকাল ৪টার পর হঠাৎ কল করে ব্রিফিংয়ের কথা জানানো হয়।

 

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
গরিবের পোপকে হারিয়ে শোকাহত আর্জেন্টিনা
রাফিনহাকে ক্ষমা করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ 
সর্বশেষ খবর
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ