X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

যে মন্ত্রে দেশের ফুটবলে পুলিশের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৮:৫২আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮:৫২

ভালো বাজেটের দল গড়েও এবার প্রিমিয়ার লিগে বড়রকমের সাফল্য পায়নি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ও শেখ রাসেল। বরং তাদের টপকে আশা জাগানিয়া পারফরম্যান্স করেছে সীমিত বাজেটে গড়া দল পুলিশ এফসি। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের পর তৃতীয় স্থানে জায়গা করে চমক দেখিয়েছে সার্ভিসেস দলটি। ১১ দলের মধ্যে এই অবস্থানে থাকার পেছনে পুরো টিমওয়ার্ক কাজ করেছে বলছেন সংশ্লিষ্টরা।

এবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা একটি ম্যাচ হেরেছে, সেটা এই পুলিশের কাছে। দলটির বিপক্ষে হোঁচট খেয়েছে আবাহনী এবং শেখ জামালের মতো ক্লাবও। ২০ ম্যাচের মধ্যে পুলিশ ১০টি জিতেছে ও ৫টিতে ড্র করে ৩৫ পয়েন্ট পেয়েছে।

এমন সাফল্যের পেছনে ডাগ আউটে থেকে কাজ করেছেন রোমানিয়ার কোচ সিওবা আরিস্টিকা। বাংলা ট্রিবিউনকে ৫১ বছর বয়সী উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ বলেছেন, ‘সবাই আমার নির্দেশনা মতো খেলতে পেরেছে। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। যার যতটুকু সামর্থ্য আছে। পেশাদারিত্বের ছোঁয়া আছে ক্লাবে। এছাড়া কর্মকর্তারা বেশ আন্তরিক ছিল। যখন যা প্রয়োজন সহযোগিতা পেয়েছি। এতেই আমরা লিগে তৃতীয় স্থানে উঠে এসেছি।’ 

রোমানিয়ার কোচ সিওবা আরিস্টিকা ঘানা, তানজানিয়া ও ওমানের ফুটবলে কাজ করা রোমানিয়ান কোচ আরও যোগ করেন, ‘প্রতি ম্যাচেই আমরা পরিকল্পনা করে মাঠে নামি। কোনও সময় লং পাস কিংবা ছোট পাসে খেলেছি। এছাড়া  সাফের কারণে লিগ বন্ধ ছিল। কিন্তু অনুশীলন অব্যাহত ছিল। সবাই কঠোর পরিশ্রম করেছে। দেশি বা কলম্বিয়া কিংবা ভেনেজুয়েলার খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও ভালো ছিল। যে কারণে আমাদের দল ভালো করেছে।’

পুলিশ এফসির সাধারণ সম্পাদক ডিআইজি রেজাউল হায়দার ক্লাব সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘আমাদের নিজস্ব মাঠ, জিম ও সুইমিং পুল আছে। এটা অনেক বড় সুবিধা আমাদের জন্য। তবে আমাদের তেমন তারকা ফুটবলার নেই। সীমিত বাজেট নিয়ে কাজ করতে হয়। আমাদের আইজিপি স্যার সবসময় উৎসাহ দিয়ে থাকেন। ফুটবল ক্লাবের সভাপতি ডিজি র‌্যাব স্যার, তিনিও সহযোগিতা করেন। তারা নিয়মিত খেলাধুলার বিষয় ব্যক্তিগতভাবে মনিটরিং করে থাকেন।’

ক্লাবটি কোচের ওপর শতভাগ স্বাধীনতা দিয়ে থাকে। ডিআইজি রেজাউল হায়দার বলছিলেন, ‘কোচের ওপর ২০০ ভাগ স্বাধীনতা রয়েছে। যারা ম্যাচ খেলবে তারা আগের দিনও জানে না। সকালে অবহিত হয়ে থাকে। খেলোয়াড়রা জানে পারফরম্যান্স করতে পারলে খেলতে পারবে। এছাড়া ক্যাম্পে সবাই একসঙ্গে থাকে। খাবার ও অন্যদিক নিয়ে কোনও আপোষ নেই। আমাদের কিন্তু তারকা খেলোয়াড় সেভাবে নেই। বিদেশিরাও তারকা সমৃদ্ধ নয়। সব বিষয়ে ম্যানেজ করতে হয়েছে। আমি বিদেশি খেলোয়াড়ের দিক দেখতাম। সব কিছুর সম্মিলনে সাফল্য এসেছে।’

খেলোয়াড়দের ত্যাগ নিয়েও বললেন এই কর্মকর্তা, ‘সবাই এক পরিবার হয়ে খেলতে পেরেছে। কেউই মনে করেনি তারা বাইরের কেউ। তাদের ডেডিকেশন ছিল দেখার মতো। শেষ ম্যাচ তো দুজন ইনজেকশন নিয়ে খেলেছে। যদিও মানা করেছিলাম। সামনের দিকেও দল ভালো করবে বলে আশাবাদী আমি।’

দলটির অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মোনায়েম রাজু বলেছেন, ‘আমাদের কোচের টেকনিক বা ট্যাকটিস ভালো। এছাড়া কর্মকর্তারা বেশ আন্তরিক। তাই মাঠে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
দুই পেনাল্টির ম্যাচে মোহামেডানের দাপুটে জয়
এগিয়ে থেকেও ১০ জনের ফর্টিসের জয় হাতছাড়া
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ