ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের পর সৌদি আরবে পাড়ি দিলেন রিয়াদ মাহরেজ। আলজেরিয়ান এই ফরোয়ার্ড যোগ দিচ্ছেন আল আহলিতে। দুই ক্লাবই এক ঘোষণায় এই খবর জানিয়েছে।
২০১৮ সালে লিস্টার সিটি থেকে পেপ গার্দিওলার ম্যানসিটিতে যোগ দেন মাহরেজ। ক্লাবটিতে ১১টি মেজর ট্রফি জেতেন। সৌদি প্রো লিগ ক্লাব এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, ‘অপেক্ষার শেষ হলো। রিয়াদ এখন বাস্তব।’
গত সপ্তাহে আল আহলির কাছে ৩ কোটি পাউন্ড ফিতে বিক্রির ব্যাপারে সম্মতি দেয় সিটি।
প্রিমিয়ার লিগ ক্লাবের এক বিবৃতিতে মাহরেজ বলেছেন, ‘ট্রফি জিততে আমি সিটিতে এসেছিলাম এবং আমার ফুটবল উপভোগ করেছি। আমি সবই অর্জন করেছি, মনে হয় তার চেয়েও বেশি। অবিশ্বাস্য খেলোয়াড়, চমৎকার সমর্থক ও বিশ্বের সেরা কোচের সঙ্গে কাজ করেছি, পাঁচটি বছর ছিল অবিস্মরণীয়।’