X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সৌদি ক্লাবে যেতে আলোচনায় বসেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক 
১৪ আগস্ট ২০২৩, ১১:১৮আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১১:২২

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে পিএসজির। নেইমারকে নিয়ে অবশ্য দল-দলের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, তার সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। 

পিএসজির একটি সূত্র অবশ্য জানিয়েছে, সৌদি ক্লাবটির সঙ্গে আলোচনার পর থেকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্রাজিলিয়ান তারকাকে রাখা হচ্ছে না। কোচ এনরিকের ভাবনাতেও নেই তিনি! 

আরেকটি সূত্র জানিয়েছে, নেইমারকে রাজি করাতে তার এজেন্টের সঙ্গে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সরাসরি আলোচনা চলছে। সৌদি আরবে রেকর্ড সব দলবদলে এই পিআইএফ-ই যে মূল পৃষ্ঠপোষক সেটা এখন সবারই জানা। তবে নেইমারের সঙ্গে একটা ইতিবাচক সমঝোতার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব। চুক্তির ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছে, ‘আমরা নেইমারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারলে পিএসজির সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবো। সব কিছু ঠিক থাকলে সে আল হিলালে খেলবে।’

২০১৭ সালে রেকর্ড ২৪১ মিলিয়ন ডলারে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। রবিবার কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নতুন চুক্তির জন্য আল হিলাল তাকে ৮০ মিলিয়ন ডলারের মতো প্রস্তাব দিতে পারে। গত মাস এই ক্লাবটির পক্ষ থেকেই এমবাপ্পেকে দলে নিতে ৩০০ মিলিয়ন ইউরোর রেকর্ড প্রস্তাব করা হয়েছিল। যদিও তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি। 

পিএসজিতে আসার পর থেকেই নেইমারের চোটজর্জর সময় কেটেছে। মার্চে ডান গোড়ালিতে সার্জারির পর সম্প্রতি প্রাক মৌসুমে পিএসজির এশিয়া সফরের দলে প্রত্যাবর্তন করেছিলেন। লিগ ওয়ানে উদ্বোধনী ম্যাচের স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি। তবে চোট জর্জর সময় কাটালেও পিএসজিকে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন তিনি। 

এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে, সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি আল হিলাল। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতেছে চারবার। দলটির কোচ পর্তুগালের হোর্হে জেসুস। সম্প্রতি ইউরোপ থেকে তারা দলে ভিড়িয়েছে- রুবেন নেভেস, মিলিনকোভিচ-সাভিচ, কালিদু কুলিবালি ও নেইমারের ব্রাজিল সতীর্থ ম্যালকমকে। 

/এফআইআর/     
সম্পর্কিত
আর্সেনালকে হারিয়ে পিএসজি কোচ বললেন, ‘আমরা আসলেই কৃষকদের লিগ’
পিএসজির বিপক্ষে জাদুকরী মুহূর্তের আশায় আর্সেনাল
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বশেষ খবর
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান