X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সৌদি ক্লাবে যেতে আলোচনায় বসেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক 
১৪ আগস্ট ২০২৩, ১১:১৮আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১১:২২

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে পিএসজির। নেইমারকে নিয়ে অবশ্য দল-দলের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, তার সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। 

পিএসজির একটি সূত্র অবশ্য জানিয়েছে, সৌদি ক্লাবটির সঙ্গে আলোচনার পর থেকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্রাজিলিয়ান তারকাকে রাখা হচ্ছে না। কোচ এনরিকের ভাবনাতেও নেই তিনি! 

আরেকটি সূত্র জানিয়েছে, নেইমারকে রাজি করাতে তার এজেন্টের সঙ্গে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সরাসরি আলোচনা চলছে। সৌদি আরবে রেকর্ড সব দলবদলে এই পিআইএফ-ই যে মূল পৃষ্ঠপোষক সেটা এখন সবারই জানা। তবে নেইমারের সঙ্গে একটা ইতিবাচক সমঝোতার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব। চুক্তির ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছে, ‘আমরা নেইমারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারলে পিএসজির সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবো। সব কিছু ঠিক থাকলে সে আল হিলালে খেলবে।’

২০১৭ সালে রেকর্ড ২৪১ মিলিয়ন ডলারে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। রবিবার কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নতুন চুক্তির জন্য আল হিলাল তাকে ৮০ মিলিয়ন ডলারের মতো প্রস্তাব দিতে পারে। গত মাস এই ক্লাবটির পক্ষ থেকেই এমবাপ্পেকে দলে নিতে ৩০০ মিলিয়ন ইউরোর রেকর্ড প্রস্তাব করা হয়েছিল। যদিও তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি। 

পিএসজিতে আসার পর থেকেই নেইমারের চোটজর্জর সময় কেটেছে। মার্চে ডান গোড়ালিতে সার্জারির পর সম্প্রতি প্রাক মৌসুমে পিএসজির এশিয়া সফরের দলে প্রত্যাবর্তন করেছিলেন। লিগ ওয়ানে উদ্বোধনী ম্যাচের স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি। তবে চোট জর্জর সময় কাটালেও পিএসজিকে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন তিনি। 

এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে, সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি আল হিলাল। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতেছে চারবার। দলটির কোচ পর্তুগালের হোর্হে জেসুস। সম্প্রতি ইউরোপ থেকে তারা দলে ভিড়িয়েছে- রুবেন নেভেস, মিলিনকোভিচ-সাভিচ, কালিদু কুলিবালি ও নেইমারের ব্রাজিল সতীর্থ ম্যালকমকে। 

/এফআইআর/     
সম্পর্কিত
সেমিতে সেই পিএসজি, আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড
রাতে নামছে বার্সা-পিএসজি
না খেলেও ট্রফি হাতে নিলেন নেইমার
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই