হ্যারি কেইন চলে গেছেন বায়ার্ন মিউনিখে। ক্লাবের রেকর্ড গোলদাতাকে ছাড়া প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার। শনিবার তারা নতুন যুগের প্রথম জয় পেলো ম্যানইউকে হারিয়ে।
নতুন কোচ আঙ্গে পোস্তেকোগলু তার প্রথম হোম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন ২-০ গোলে। আর উলভসকে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা ম্যানইউ পেলো হারের তিক্ত স্বাদ।
প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পরপর এগিয়ে যায় টটেনহ্যাম। ৪৯তম মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা ক্রস জালে ঠেলে দেন পাপে মাতার সার। প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন তিনি।
খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ তার দলের কপাল পোড়েন। বেন ডেভিসের শট ঠেকাতে গিয়ে নিজের জালেই বল পাঠান।
পরে দুই দলের জন্য বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। তবে ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস সুবর্ণ সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে দারুণ খেলার প্রদর্শন করে তিন পয়েন্ট আদায় করে টটেনহ্যাম। কেইন পরবর্তী যুগের প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিলো স্পাররা।