নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর অনেক দিন খেলার বাইরে সাবিনারা। চ্যাম্পিয়নদের নিয়মিত খেলার মাঝে না রাখায় তাতে আলোচনা-সমালোচনা কম হয়নি। তার ওপর অপ্রত্যাশিতভাবে চাকরি ছেড়ে দিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। মাঝের কিছুদিন তাকে ডাগআউটে দেখা যায়নি যদিও। ঠিক এক বছর পর আবারও ডাগ আউটে ফিরেছেন তিনি। তবে জাতীয় দলে নয়, সেনাবাহিনীর নারী ফুটবল দলের হয়ে।
মঙ্গলবার সেনাবাহিনীর নারী দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ম্যাচ খেলেছে। আর্মি স্টেডিয়ামে প্রচুর দর্শকের উপস্থিতিতে বিকেএসপির বিপক্ষে পূর্নিমার জোড়ায় তারা জিতেছে ২-০ গোলে।
সেনাবাহিনী দল নিয়ে কোচ ছোটনের স্বপ্নটা অনেক বড়। এগিয়ে যেতে চান অনেক দূর। ম্যাচ শেষে সাবিনাদের সাবেক কোচ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক দিন পর দর্শকদের উপস্থিতিতে ম্যাচে ডাগ আউটে ছিলাম। ভালোই লেগেছে। এর আগে আরও তিনটি ম্যাচ খেললেও সেভাবে আনুষ্ঠানিকতা ছিল না। আমার দল নিয়ে সব ম্যাচই জিতেছি। এই দলটির সামনের দিকে নারী ফুটবল লিগে খেলার কথা রয়েছে। সেই লক্ষ্য নিয়ে দলের কার্যক্রম চলছে।’
বিকালে ম্যাচটিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।