X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শুরুতে পিছিয়ে পড়ে জিতলো ম্যানসিটি, বার্সার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩

গতবার চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা জিতে আক্ষেপ মিটিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার তাদের শিরোপা ধরে রাখার মিশন। সেই চ্যালেঞ্জে গ্রুপ পর্বে আজ প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা। অপর ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। 

সিটির ম্যাচটাও ছিল ঘরের মাঠ ইতিহাদে। শুরু থেকে দাপট দেখানোর পাশাপাশি সুযোগও তৈরি করেছিল সিটিজেনরা। কিন্তু ফিনিশিংয়ের অভাব আর নিজেদের সুযোগ হারানোর কারণে গোল পাচ্ছিল না। বিশেষ করে কয়েকটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি আর্লিং হাল্যান্ড। উল্টো প্রথমার্ধের ৪৫ মিনিটে তাদের জাল কাঁপিয়ে স্তব্ধ করে দিয়েছিল রেড স্টার বেলগ্রেড। বুকারির গোলে স্কোর হয়ে যায় ১-০।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। ৯০ সেকেন্ডের মাথায় চ্যাম্পিয়ন দলের মতো আক্রমণে ধার বাড়িয়ে দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। ৪৭ মিনিটে আর্লিং হাল্যান্ডের ফিরতি পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেছেন তিনি। ৬০ মিনিটে আর্জেন্টাইন তারকা করেন দ্বিতীয় গোল। তার দারুণ ফ্রি কিকটি পাঞ্চ করতে চেয়েছিলেন গোলকিপার ওমরি গ্লেজার। দুর্ভাগ্য ‍সেটি হালকা ছোঁয়া পেয়ে জড়িয়ে যায় জালে। ৭৩ মিনিটে রদ্রি তৃতীয় গোলটি করলে ম্যাচ থেকে ছিটকে যায় বেলগ্রেড। 

সর্বশেষ দুই আসরে গ্রুপ পর্বে ছিটকে যাওয়া বার্সেলোনা অবশ্য অ্যান্টওয়ার্পকে পেয়ে ছেলেখেলা করেছে। ২৩ মিনিটের মধ্যে তুলে নেয় তিন গোল! ১১ মিনিটে শুরুর গোলটি করেছেন জোয়াও ফেলিক্স, ১৯ মিনিটে রবের্ত লেভানদোভস্কি। ২২ মিনিটে অবশ্য আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ৩-০। বিরতির পর ৫৪ মিনিটে গাভি করেন চতুর্থ গোল। ৬৬ মিনিটে ফেলিক্স তার জোড়া গোলটি করলে পরে আর ব্যবধানে হেরফের করতে পারেনি অ্যান্টওয়ার্প।  

/এফআইআর/  
সম্পর্কিত
আমার সুন্দর স্বপ্নটিও এত মধুর হয় না: মাদ্রিদের জয়ের নায়ক জোসেলু 
রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় ‘অফসাইড কল’
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের ইউরো স্কোয়াড ঘোষণা
এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের ইউরো স্কোয়াড ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!