গত মৌসুমে একাধিক গোলের রেকর্ড ভাঙেন আর্লিং হাল্যান্ড। কিন্তু সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে ইউরোপ সেরার মঞ্চে ছয় ম্যাচে প্রথম গোল করলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার জোড়া গোলে বুধবার ৩-১ এ ইয়াং বয়েজের মাঠে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বার্নের ওয়াঙ্কডর্ফ স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে খেলা নিয়ে উদ্বেগ ছিল ম্যানসিটির। মাঠের খেলায় তারা ছিল নির্ভার। পেপ গার্দিওলা বলেছেন, ‘এটা ছিল অন্যরকম খেলা। আমরা যেভাবে খেলেছি, সত্যিই খুশি আমি। গাণিতিকভাবে নকআউটে উঠতে আর একটা ম্যাচ খেলতে হবে আমাদের।’
ম্যানসিটি জি গ্রুপে তিন জয়ে শতভাগ রেকর্ড ধরে রেখেছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আরবি লাইপজিগ।
প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করা সিটি বিরতির পর তৃতীয় মিনিটে লিড নেয়। নিজ দেশে গোলমুখ খোলেন ম্যানুয়েল আকাঞ্জি। রুবেন দিয়াসের হেড কিপার অ্যান্থনি রাসিওপ্পি ফিরিয়ে দিলে সুইশ ডিফেন্ডার জাল কাঁপান।
কিন্তু ইয়াং বয়েজ চার মিনিট পর সিটি কিপার এডারসনকে পরাস্ত করে সমতা ফেরায়। মেসচাক এলিয়া তার মাথার ওপর দিয়ে জালে বল পাঠান।
ম্যানসিটি আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। হাল্যান্ড করেন জোড়া গোল। বক্সের মধ্যে রদ্রিকে মোহাম্মদ কামারা ট্যাকল করলে ৬৭তম মিনিটের পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৮৬তম মিনিটে চমৎকার গোলে স্কোর ৩-১ করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। বাঁ পা থেকে ডান পায়ে বল নিয়ে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান হাল্যান্ড।
এদিনও রেকর্ড গড়েছেন হাল্যান্ড। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কিলিয়ান এমবাপ্পের ৩৭ চ্যাম্পিয়নস লিগ গোলের কীর্তিকে পেছনে ফেলেছেন তিনি। মাত্র ৩৩ ম্যাচ খেলে ২৩ বছর ও ৯৬ দিনে এই রেকর্ড গড়েছেন তিনি।