X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

লেবানন ম্যাচে ‘হিরো’ মোরসালিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ২১:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২২:৫৩

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে লেবাননকে রুখে দিয়ে প্রথম পয়েন্টও এসেছে। নিজেদের মাঠে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কিংস অ্যারেনার মাঠে শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ হার এড়িয়েছে। নিশ্চিতভাবে আজকের ম্যাচে স্বাগতিকদের ম্যাচসেরা বলতে হবে ফরিদপুর থেকে উঠে আসা এ ফরোয়ার্ডকে।

অথচ মদকাণ্ডে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে দলে ছিলেন না তিনি। আজ একাদশে ফিরেই দারুণ গোল পেলেন। দলকে এনে দিলেন এক পয়েন্ট। তাই মোরসালিন বেশ খুশি। গোল করেই গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। ম্যাচ শেষে তাই মোরসালিন বলেছেন, ‘গ্যালারিতে গিয়ে আসলে সমর্থকদের সঙ্গে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছি। গোলের আনন্দের পাশাপাশি দলও সমতায় ফিরেছে। এমন আনন্দ আসলে অন্য রকম।’

কাবরেরার ৪-৪-২ ছকে রাকিব হোসেনের সঙ্গে সাধারণত মোরসালিন জুটি বেঁধে থাকেন। আজ রাকিব ছিলেন না সাসপেনশনের কারণে। রাকিবের না থাকাটা চাপও মনে করছিলেন মোরসালিন, ‘রাকিব ভাই ভাইটাল খেলোয়াড়। সে ছিল না। আমাদের ওপর চাপ ছিল। তবে তা সুন্দরভাবে ওভারকাম করার চেষ্টা ছিল। সেটা পেরেছি বলেই আলহামদুলিল্লাহ। সবার লক্ষ্য ছিল শতভাগের বেশি দিতে হবে। আমারও সেরকম চেষ্টা ছিল। তারপরও অনেক ভুল হয়েছে। সামনে তা না করার চেষ্টা করবো।’ গোল করেই গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মোরসালিন

জাতীয় দলের হয়ে মোরসালিনের ঝুলিতে চারটি গোল। কোনও গোলকে বিশেষ বলে অভিহিত করেননি বসুন্ধরা কিংসের খেলোয়াড়, ‘আমার কাছে সব গোলই গুরুত্বপূর্ণ। আজকেরটাও। দলের হার এড়ানো হয়েছে। ম্যাচে সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল ভালো করতে পারবো। সেটা পেরেছি। ওরা শারীরিকভাবে এগিয়ে ছিল। আমরা নিজেদের মতো করে খেলার চেষ্টা করেছি।’

মাঝে কিছু দিন জাতীয় দলের বাইরে থেকে অনুশোচনাবোধ কাজ করেছে মোরসালিনের মধ্যে। এই সময়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোর কাজ করেছেন, ‘মাঝে একটু সমস্যা ছিল। নিজেকে মানসিকভাবে তৈরি রাখার চেষ্টা করেছি। যখনই মাঠে ফেরার সুযোগ পাবো নিজের সেরাটা দেবো। সেই মানসিকতা নিয়ে খেলেছি। আজ গোল করে দলের হার এড়ানো গেছে। আমি খুশি।’

বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরাও মোরসালিনের পারফরম্যান্সে খুশি, ‘মোরসালিন ভালো খেলে গোল পেয়েছে। শুধু ও নয়, দলের সবাই ভালো খেলেছে। আমি দলের পারফরম্যান্সে খুশি।’

লেবানন কোচ নিকোলা জুরসেভিচ ড্র করে অখুশি, ‘আমি ছেলেদের খেলাতে হতাশ। ড্র আসলে চাইনি। বল পজিশনে এগিয়ে থেকেও নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে। তবে মোরসালিন ভালো গোল করেছে। বাংলাদেশ আগের চেয়ে ভালো খেলেছে।’

/টিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বশেষ খবর
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ