X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
চ্যাম্পিয়নস লিগ

টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৩

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবারও নির্ধারিত সময়ে ইতিহাদ স্টেডিয়ামে জিততে পারেনি। ম্যাচ বিজয়ী নির্ধারণে টাইব্রেকারে যেতে হয়েছে। সেখানে রিয়ালের অ্যান্টনিও রুডিগারের গোল তার দলকে তুলেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। শুটআউটে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়েছে মাদ্রিদ ক্লাব।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় লেগেও হয় ১-১ গোলের ড্র। দুই লেগের অগ্রগামিতায় ৪-৪ এ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনও গোল হয়নি।

শুটআউটে সিটির বার্নার্ডো সিলভা ও মাতেও কোভাচিচ ভুল করলে মাদ্রিদ ক্লাব চালকের আসনে বসে। রুডিগার শেষ চেষ্টায় কিপার এডারসনকে পরাস্ত করে সিটির দ্বিতীয় ট্রেবলের স্বপ্ন ভেঙে দেন। ৩৩তম বার টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে রিয়াল, এনিয়ে টানা চতুর্থ বছর। সিটিজেনরা খেলবে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ট্রফির জন্য।

ইতিহাদ স্টেডিয়ামে ১২তম মিনিটে রদ্রিগো গোল করে স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেন। ভিনিসিয়ুস জুনিয়র বায়ে দেন বল। রদ্রিগো ভুল পায়ে শট নিলে এডারসন প্রতিহত করেছিলেন। তবে ব্রাজিলিয়ান তারকার ফিরতি শট আটকানো যায়নি। বুধবার রাতে ওটাই ছিল লক্ষ্যে মাদ্রিদের শেষ শট। বলের দখল ৬৮ শতাংশ ধরে খে একের পর এক সুযোগ নষ্ট করে সিটি সমতায় ফেরে ৭৪তম মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে। এর আগে প্রথমার্ধে আর্লিং হাল্যান্ডের শট গোলপোস্টে লেগে হতাশ করে স্বাগতিকদের। 

ওই লক্ষ্যভেদী শট ম্যাচকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে জয়সূচক গোলের দেখা পায়নি কেউ।

টাইব্রেকারে সিটি এগিয়ে গিয়েছিল জুলিয়ান্ আলভারেজের লক্ষ্যভেদী শটে এবং লুকা মদ্রিচের প্রচেষ্টা এডারসন ঠেকিয়ে দিলে। কিন্তু মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন সিলভা ও কোভাচিচের টানা দুটি শট প্রতিহত করে ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেন।

ম্যানসিটির এই হারের পর চ্যাম্পিয়নস লিগে আর কোনও ইংলিশ ক্লাব থাকলো না। একই দিনে আর্সেনাল বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল খেলবে বায়ার্নকে। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ডর্টমুন্ড ও পিএসজি।

/এফএইচএম/
সম্পর্কিত
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বশেষ খবর
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতিবাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড