X
বুধবার, ২২ মে ২০২৪
৮ জ্যৈষ্ঠ ১৪৩১

বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১২:০২আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৪০

প্রিয় দলের ব্যর্থতায় এখন সামাজিক মাধ্যমেই চড়াও হয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। যা অনেক সময় মাত্রা ছাড়ায়। যেমনটা ঘটেছে বার্সেলোনা ডিফেন্ডার জোয়াও কান্সেলোর বেলায়। চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়ের পর কাঠগড়ায় তোলা হয় তাকেই। যার প্রভাব পড়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেখানে তার পুরো পরিবার তো বটেই সমর্থকরা অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন! 

পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা ৩-২ গোলে এগিয়েছিল। ব্যবধানটা গড়ে দেয় দ্বিতীয় লেগ। সেখানে ৪-১ গোলের পরাজয়ে বিদায় নিশ্চিত হয় তাদের। 

ফরাসি জায়ান্টদের বিপক্ষে পরাজয়ের পর ২৯ বছর বয়সী কান্সেলোকেই খলনায়ক বানানো হয়। কারণ উসমান দেম্বেলের ওপর তার করা ফাউলের পর পেনাল্টিতে তৃতীয় গোলটি পায় ফরাসি জায়ান্টরা। ওই ম্যাচের পর ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাতের পর ভয়ানক অভিজ্ঞতার কথা এভাবেই তুলে ধরেন তিনি, ‘লোকজন সব ধরনের কথাই বলে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার কন্যার মৃত্যু কামনাও করে। যার এখনও জন্মই হয়নি। তারা আমার মুখের ওপর এসব বলবে না, কারণ এতে সমস্যা তৈরি হবে।কিন্তু মন্তব্যের ঘরে তারা যা খুশি লিখে দেয়।’

ভক্তদের এমন আচরণে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি, ‘তারা আমার সঙ্গী-মেয়ের প্রতি, আমার অনাগত সন্তানের প্রতি আক্রমণাত্মক আচরণ করে। এই পৃথিবীটা ভীষণ নিষ্ঠুর। ফলে এখানে বাঁচতে হলে তার উপায়টা জানতে হবে। আমিতো জানি, কিন্তু বিষয়টা নিয়ে কী বলতে হবে সেটার ভাষা আর জানা নাই।’

তিনি আরও বলেছেন, ‘সন্তানের মৃত্যু কামনা খুবই গুরুতর একটি বিষয়। টেলিভিশনে লোকজন যে ফুটবলারটিকে দেখে তার পেছনের মানুষটিকে তারা দেখে না। আমরাও মানুষ। তাদের মতো আমাদের অনুভূতি একই।’

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নত প্রশিক্ষণ নিয়ে তরুণরা উদ্যোক্তা হতে পারেন: স্পিকার
উন্নত প্রশিক্ষণ নিয়ে তরুণরা উদ্যোক্তা হতে পারেন: স্পিকার
এমপি আজিম হত্যার তদন্তের বিষয়ে যা বললেন ডিবি প্রধান
এমপি আজিম হত্যার তদন্তের বিষয়ে যা বললেন ডিবি প্রধান
এক শিখার কাছে হারলেন পাঁচ আওয়ামী লীগ নেতা
এক শিখার কাছে হারলেন পাঁচ আওয়ামী লীগ নেতা
লঙ্কান লিগে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন পাপন
লঙ্কান লিগে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন পাপন
সর্বাধিক পঠিত
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
রাইসির মৃত্যুতে উল্টে গেছে পাশার দান, আলোচনায় খামেনির ছেলে
রাইসির মৃত্যুতে উল্টে গেছে পাশার দান, আলোচনায় খামেনির ছেলে
প্রথমবারেই তরমুজ চাষে চমক
প্রথমবারেই তরমুজ চাষে চমক
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
১২০ টাকায় উঠলো ডলারের দাম
১২০ টাকায় উঠলো ডলারের দাম