প্রচন্ড গরমের কারণে দুপুরের খেলা শুরু হলো রাতের বেলা। জিতলেই পেশাদার ফুটবল লিগের মূল স্তরে পা রাখবে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। শুরু থেকে তাই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খেলা শেষে দলের সবার মুখে চওড়া হাসি। ফ্লাড লাইটের কৃত্রিম আলোতে নিজেদের শেষ ম্যাচে পিডব্লিউডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ইয়ংমেন্স ফকিরেরপুল চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতেছে।
ম্যাচে বিজয়ী দলের ডালিম বর্মণ ও ইরফান হোসেন একটি করে গোল করেন। তবে ইরফান আবার লাল কার্ডও দেখেছেন। পিডব্লিউডির জয়ন্ত লাল এক গোল করেন।
ইয়ংমেন্স ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শিরোপা নিশ্চিত করেছে। এখন ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পারলেই প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে তারা। এছাড়া সেই স্তরে খেলার আগ্রহও থাকতে হবে ক্লাবটির।
যদিও তাদের আগের রেকর্ড সুখকর নয়। কয়েক বছর আগে প্রিমিয়ারে উঠেও ইয়ংমেন্স আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত আর খেলেনি।
তবে এবার প্রিমিয়ার লিগে খেলার আশা ক্লাবটির।
শিরোপাজয়ী ঠিক হলেও এখন চোখ আগামীকাল বাফুফে এলিট একাডেমি ও ওয়ান্ডারার্স ম্যাচের দিকে। ওয়ান্ডারার্স ড্র করলে ২৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হবে।