লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত একটায় হতে যাচ্ছে ইউরোপের এলিট ক্লাব প্রতিযোগিতার ৬৯তম ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর ৩২তম আসরের ফাইনাল।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কারা?
প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-০ গোলের অগ্রগামিতায় সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। আর ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লন্ডনের টিকিট পায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে ৪-৩ গোলের নাটকীয় অগ্রগামিতায়।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল কোথায়?
ইউরোপিয়ান ফুটবলের ক্লাব প্রতিযোগিতা রেকর্ড অষ্টমবারের মতো ফিরছে লন্ডনে। উয়েফা চ্যাম্পিয়নস লিগ যুগে ২০১১ ও ২০১৩ সালের পর তৃতীয়বার ওয়েম্বলিতে হতে যাচ্ছে ফাইনাল।
১৯৯২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবস’ কাপ ফাইনালের পর ওয়েম্বলিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। টুইট টাওয়ার্স অ্যারেনার বদলে রূপ নিয়েছে বিশালাকার একটি আর্ক। নতুন ওয়েম্বলিতে ২০০৭ সাল থেকে প্রায় ৯০ হাজার দর্শককে বসে থেকে খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইংল্যান্ড জাতীয় দলের হোম ভেন্যু এটি এবং দেশের ঘরোয়া কাপের ফাইনালও হয়ে থাকে এখানে।
ইউরো ২০২০-এ ইংল্যান্ডের গ্রুপের তিন ম্যাচের সবগুলো হয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামে। শেষ ষোলোর দুই রাউন্ডের ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনালও হয়েছে, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখবেন কীভাবে?
বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত ১টায় ম্যাচটি উপভোগ করা যাবে সনি টেন ২ ও ৩-এ।
এক্সট্রা টাইম ও পেনাল্টি কি আছে ফাইনালে?
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোর সমান থাকলে দুই অর্ধে ১৫ মিনিট করে এক্সট্রা টাইমের খেলা হবে। এই ৩০ মিনিটে কোনও দল অন্যটির চেয়ে বেশি গোল করলে তারা চ্যাম্পিয়ন হবে। তারপরও স্কোর সমান থাকলে বিজয়ী নির্ধারণ হবে পেনাল্টি শুটআউটে।
ফাইনালের রেফারি কে?
স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ ম্যাচের রেফারি। ক্যারিয়ারে দ্বিতীয়বার উয়েফা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন তিনি। ২০২২ সালে ইউরোপা লিগে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্সের ফাইনালে রেফারি ছিলেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা কী পাবে?
৭৩.৫ সেন্টিমিটার লম্বা ও সাড়ে ৭ কেজি ওজনের চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে পাবে বিজয়ী দল। যার হাতে এটি তৈরি, সেই জুর্গ স্তাদেলমান বলেছেন, ‘এটা হয়তো কোনও শৈল্পিক মাস্টারপিস নয়, কিন্তু ফুটবলের সবাই এটি তাদের হাতে পেতে চায়।’
এছাড়া চ্যাম্পিয়নস লিগের জয়ী দল এবারের ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আতালান্তার মুখোমুখি হবে উয়েফা সুপার কাপে, পোল্যান্ডের ওয়ারশে।