X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ০১:০১আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:০১

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ দিনে মূল আকর্ষণ ব্রাজিল বনাম কলম্বিয়ার লড়াই। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে লেভি’স স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

এরই মধ্যে কলম্বিয়া দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ড্র দিয়ে শুরু করা ব্রাজিল প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে ভালো অবস্থানে। 

পরের পর্বের টিকিট পেতে ব্রাজিলকে ড্র করলেই চলবে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তারা খেলবে, এজন্য জিততে হবে। কিন্তু টানা ১০ ম্যাচ জেতা ও ২৫ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে দোরিভাল জুনিয়রের দলের জন্য।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল কলম্বিয়া। তারপর থেকে অপ্রতিরোধ্য তারা। আগের ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করে কলম্বিয়ানরা।

পরের পর্বে তাদের সঙ্গী হতে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সামনে সহজ সমীকরণ। কলম্বিয়াকে হারালে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে তারা। তবে ড্র করলে হবে গ্রুপ রানার্সআপ। হারলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠবে, যদি কোস্টারিকা অন্য ম্যাচে প্যারাগুয়েকে হারাতে ব্যর্থ হয়।

তবে যদি ব্রাজিল হেরে যায় এবং কোস্টারিকা প্যারাগুয়ের বিপক্ষে জেতে, তাহলে গোলব্যবধানে পেছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করতে পারে কোস্টারিকানরা। বর্তমানে দুই দলের মধ্যে গোলব্যবধান ছয়, ব্রাজিলের +৩, কোস্টারিকার -৩।

এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম টফি অ্যাপেও দেখা যাবে খেলা।

/এফএইচএম/
সম্পর্কিত
‘নেইমারকে ছাড়া বিশ্বকাপ জেতার সুযোগ নেই ব্রাজিলের’
নেইমার বললেন, ‘২০২৬ বিশ্বকাপই আমার শেষ’
ব্রাজিলের আরও একটি ড্র
সর্বশেষ খবর
ফেনীতে আ.লীগ কার্যালয় ও সাবেক তিন এমপির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ফেনীতে আ.লীগ কার্যালয় ও সাবেক তিন এমপির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে প্রতিদিন জরুরি এই ৫ কাজ
ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে প্রতিদিন জরুরি এই ৫ কাজ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা
স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা
মেক্সিকান ক্লাবে রামোস
মেক্সিকান ক্লাবে রামোস
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার