X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ০১:০১আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:০১

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ দিনে মূল আকর্ষণ ব্রাজিল বনাম কলম্বিয়ার লড়াই। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে লেভি’স স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

এরই মধ্যে কলম্বিয়া দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ড্র দিয়ে শুরু করা ব্রাজিল প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে ভালো অবস্থানে। 

পরের পর্বের টিকিট পেতে ব্রাজিলকে ড্র করলেই চলবে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তারা খেলবে, এজন্য জিততে হবে। কিন্তু টানা ১০ ম্যাচ জেতা ও ২৫ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে দোরিভাল জুনিয়রের দলের জন্য।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল কলম্বিয়া। তারপর থেকে অপ্রতিরোধ্য তারা। আগের ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করে কলম্বিয়ানরা।

পরের পর্বে তাদের সঙ্গী হতে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সামনে সহজ সমীকরণ। কলম্বিয়াকে হারালে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে তারা। তবে ড্র করলে হবে গ্রুপ রানার্সআপ। হারলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠবে, যদি কোস্টারিকা অন্য ম্যাচে প্যারাগুয়েকে হারাতে ব্যর্থ হয়।

তবে যদি ব্রাজিল হেরে যায় এবং কোস্টারিকা প্যারাগুয়ের বিপক্ষে জেতে, তাহলে গোলব্যবধানে পেছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করতে পারে কোস্টারিকানরা। বর্তমানে দুই দলের মধ্যে গোলব্যবধান ছয়, ব্রাজিলের +৩, কোস্টারিকার -৩।

এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম টফি অ্যাপেও দেখা যাবে খেলা।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুসের গোলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে
আনচেলত্তির অভিষেকে জয় পায়নি ব্রাজিল
ব্রাজিল দলে ভিনিসিয়ুসের সেরাটা চান আনচেলত্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে