X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভারতের বিপক্ষে খেলার আগে ৪ সপ্তাহ চান বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৫, ১৮:২৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই। তার আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতি নিতে চান লাল সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা।

সোমবার বাফুফে ভবনের নিচে সংবাদ মাধ্যমের কাছে নিজের উপলব্ধি তুলে ধরেছেন কাবরেরা। তার আশা, ফিফা উইন্ডো শুরু হলে লেস্টার সিটি হামজাকে ছাড়বে এবং তখন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার ভারত ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন।

জামালদের প্রস্তুতি নিয়ে কাবরেরা বলেছেন, ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নই। তবে ফেব্রুয়ারিতে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলে এই বিষয়টি জানি না। সম্ভবত উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)।’

কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফফে)। এ নিয়ে কাবরেরার আনুষ্ঠানিক কোনও সংবাদ সম্মেলন হয়নি। আজই চুক্তি নবায়নের পর প্রথম কথা বলেছেন।

মাঝের সময়ে কোচিং স্টাফদের নিয়েই চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন। সেখানে স্থানীয় অনেকের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে। কাবরেরা বলেছেন, ‘স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী( সহকারী কোচ) ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়া ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। তারা যথেষ্ট ভালো করেছে।’

এরপরই তিনি যোগ করে বলেছেন, ‘আবাহনী পুরোপুরি স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলছে। লিগ টেবিলে শীর্ষে আছে মোহামেডান, যেটা মনে করি, বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। এটা ঠিক যে, ঘরোয়া ফুটবল বাঁকবদলের মধ্য দিয়ে যাচ্ছে, বসুন্ধরা কিংসের পারফরম্যান্সের মান কমেছে, তা সত্ত্বেও স্থানীয় ফুটবলাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ছাড়া ‘সি’ গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও হংকংও বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভারতের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশ খেলতে পারে শিলংয়ে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে হচ্ছে না কাবরেরার। তিনি চাইছেন, সৌদি আরবে নিবিড় প্রস্তুতি নিতে। তার ভাষায়, ‘হ্যাঁ, ক্যাম্প শুরু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করবো, যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দেশে ফিরেছেন জামাল-হামজারা
ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ, ‘অতীতের চেয়ে আমরা বেশি শক্তিশালী’
ঠোঁটে হাসি লেগেই থাকে হামজার, সতীর্থরা আরও যা বলছেন
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ