X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

আবারও আবাহনীর ত্রাতা মিতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর মাঠে নামলেন মিতুল মারমা। নেমেই আগের মতো পারফরম্যান্স দেখিয়ে আবাহনী লিমিটেডকে গোল হজম করতে দেননি। তার আগে মোহাম্মদ ইব্রাহিম গোলপোস্টের বাধার কারণে গোল করতে পারেননি। তাতে করে প্রথম পর্বের শেষ ম্যাচটি ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে আবাহনী গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

শনিবার মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়াম প্রথমার্ধে ব্রাদার্স মধ্যমাঠ দখল করে আক্রমণে এগিয়ে। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে আতংক ছড়ালেও মিতুল মারমার সেভাবে কঠিন পরীক্ষা নিতে পারেনি। এছাড়া ডিফেন্ডাররাও পোস্ট অক্ষত রাখতে ইতিবাচক ভূমিকা রেখেছেন।

ম্যাচের ৭ মিনিটে আবাহনী লিমিটেড সুবর্ণ সুযোগ হারায়। ডান প্রান্ত দিয়ে শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইব্রাহিম লাফিয়ে উঠে হেড করলে তা গোলফ্রেমে গিয়ে বাধা পড়ে। ডিফেন্ডার রহমত মিয়া কোনও চ্যালেঞ্জই জানাতে পারেননি।
৩৭ মিনিটে কিংসলের সঙ্গে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মিতুল মারমা। রেফারি সায়মন সানি কিংসলেকে হলুদ কার্ড দেখান। তাতে করে ডাগ আউট থেকে বেরিয়ে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান ক্ষোভ প্রকাশ করেন।  বলেই ফেলেন, ‘লাল কার্ড দেখালেই পারতো।’ টেলিভিশনে আরও দেখা যায় পাশে থাকা গাম্বিয়ান কোচ ওমর সিসেকেও ক্ষোভ প্রকাশ করতে।
 
বিরতি পর আবাহনী আরও গুছিয়ে খেলার চেষ্টা করে। সুযোগও এসেছিল। কিন্তু কাজে লাগানো যায়নি। ব্রাদার্সও কম চেষ্টা করেনি।

৭৩ মিনিটে বদলি শাহিনের ক্রসে এনামুল গাজী বক্সের ভেতরে ফাঁকায় বলের কাছাকাছি ঠিকমতো যেতে পারেননি। পারলে হয়তো সামনে থাকা গোলকিপারের আশরাফুল ইসলাম রানার বড় পরীক্ষা নিতে পারতেন। শেষ ১০ মিনিটে ব্রাদার্স ছিল অপ্রতিরোধ্য। মিতুলের বার বারই পরীক্ষা নিয়েছে।

৮০ মিনিটে কামরুলের ফ্রি-কিকে আবাহনীর একজন লাফিয়ে উঠে হেড করার আগে গোলকিপার তালুবন্দী করেন। দুই মিনিট পর রহমত মিয়ার লং রেঞ্জ শট মিতুল পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন। ৮৯ মিনিটে কৌশিক বড়ুয়ার ফ্রি-কিক সরাসরি পোস্টে যাওয়ার আগেই মিতুল মারমা আলতো ছোঁয়ায় ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন।

যোগ করা সময়ে বদলি নীরার প্লেসিং শট ক্রস বারের ওপর দিয়ে যায়।

দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনাতে ফর্টিস এফসি ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। ৩৪ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার ইসা জালো একমাত্র জয়সূচক গোলটি করেন।

লিগে আবাহনী ৯ ম্যাচে ষষ্ঠ জয় ও দ্বিতীয় ড্রতে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন চার জয় ও তৃতীয় ড্রতে ১৫ পয়েন্টে আগের মতো পঞ্চম স্থানেই অবস্থান করছে। ফর্টিস ৯ ম্যাচে ১১ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। চট্টগ্রাম আবাহনী অষ্টম হারে আগের ৩ পয়েন্টে অবস্থান করছে তলানিতেই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
মুমিনুলের ৮ রানের আক্ষেপ, ৮০ রানে জিতেছে আবাহনী
পারটেক্সকে ১০০ রানে অলআউটের পর ৮ উইকেটে জিতলো আবাহনী
পারভেজের সেঞ্চুরিতে গুলশানকে বড় ব্যবধানে হারালো আবাহনী
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার