লেগানেসের বিপক্ষে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে দুই শীর্ষ ফুটবলারকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে বুধবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
এস্পানিওলের কাছে দুই দিন আগে লা লিগায় হারের ম্যাচে কার্লোস রোমেরোর কড়া ট্যাকলে চোটে পড়েন এমবাপ্পে। তার পায়ে কালশিটে পড়েছে। ওই ফাউলের পর এস্পানিওল খেলোয়াড়কে লাল কার্ডের বদলে হলুদ কার্ড দেখানোয় রেফারির বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করেন। এমন বিতর্কিত রেফারিং ও ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে মাদ্রিদ ক্লাব।
এমবাপ্পের চোটের ব্যাপারে ইতালিয়ান কোচ বলেছেন, ‘বাড়তি একটি দিন বিশ্রাম নেওয়ার পর এমবাপ্পে অনুশীলন শুরু করেছিল আজ। তার পায়ে কালশিটে পড়েছে। কালকের ম্যাচে সে থাকছে না।’
বেলিংহ্যামও থাকবেন না। তবে মঙ্গলবার অনুশীলন না করলেও ভিনিসিয়ুস জুনিয়রকে পাওয়ার কথা জানালেন আনচেলত্তি, ‘বেলিংহ্যামও চোট পেয়েছে। অনুশীলন করতে পারেনি। তাই সেও কালকের ম্যাচে থাকছে না। ভিনিসিয়ুসকে বাড়তি বিশ্রামের দেয়া হয়েছিল, কিন্তু সে খেলবে।’
এদিন শুরুতেই ডেভিড আলাবার ঊরুর চোট নিয়ে ছিটকে যাওয়ার খবর পাওয়া গেছে। দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না এই অস্ট্রিয়ান ডিফেন্ডারকে। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচে তো খেলছেনই না, ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও তার খেলা অনিশ্চিত।
ইনজুরির লম্বা তালিকায় রবিবার যোগ দিয়েছিলেন আন্তোনিও রুডিগার। দীর্ঘদিন ধরে রক্ষণে নেই এডার মিলিতাও ও দানি কারভাহাল।