X
রবিবার, ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১

মেসির ছেলে থিয়াগো সত্যিই কি ১১ গোল করেছেন?

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ১২ বছরের ছেলে থিয়াগো মেসি ১১ গোল করেছেন এক ম্যাচেই! আর্জেন্টিনার অধিনায়কের ক্লাব ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে তিনি গোলবন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে, এমন খবর বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও একটি ফটোকার্ড প্রকাশ করেন তার ফেসবুক পেজে। এছাড়া বেইন স্পোর্টস, ইয়াহু স্পোর্টসও এমন খবর প্রকাশ করে। থিয়াগো গোল উৎসবের রিপোর্ট হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের ১০ গোলের খবর প্রচারিত হওয়ার পর। আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নাকি আল ইত্তিহাদের বিপক্ষে তিনি এই গোলগুলো করেন, যা ভুয়া বলেই পরে জানা গেছে। থিয়াগোর ১১ গোলের খবর ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, খবরটি সত্যি?

ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১২-০ গোলের জয়ে একাই থিয়াগো করেছেন ১১ গোল! এই তরুণ ফরোয়ার্ডও মেসির মতো ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। প্রথমার্ধে করেছে ৫ গোল। পরের অর্ধে ডাবল হ্যাটট্রিক। ১২তম গোলটি করেছে ডিয়েগো লুনা জুনিয়র।

সোশ্যাল মিডিয়ায় অবশ্য থিয়াগোর সাফল্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। তাদের একজন এরিকা ওয়েসনার ম্যাথুস, ‘আমি একেবারে নিশ্চিত এটা ভুয়া খবর। আটলান্টা ইউনাইটেড ও ইন্টার মায়ামি একই বিভাগে নেই। আর অনূর্ধ্ব-১৩ দলও কাপ খেলে না। আমার ছেলের দল রবিবার আটলান্টার সঙ্গে খেলেছে। আমি এরকম কোনও সূচি দেখিনি।’

আরেকজনের মন্তব্য, ‘এমএলএসের সাইটে আমি এর কোনও প্রমাণ পাইনি। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে ম্যাচগুলো সাধারণত প্রদর্শনীমূলক হয়, এমএলএস কাপের অফিসিয়াল অংশ নয়।’

দুই ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা সোশাল মিডিয়া যাচাই করেও এই ধরনের ম্যাচ কিংবা ফলের সপক্ষে কোনও তথ্য পাওয়া যায়নি। তাছাড়া এই ধরনের বয়সভিত্তিক ম্যাচ শুধু প্রদর্শনীমূলক হয়ে থাকে।

২০২৩ সালে এমএলএস ক্লাবে মেসি যোগ দেওয়ার পর মায়ামির বয়সভিত্তিক দলে খেলা শুরু করেন তার বড় ছেলে।

/এফএইচএম/
সম্পর্কিত
মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন আলমাদা 
উরুগুয়ে-ব্রাজিল ম্যাচ মিস করায় আমি দুঃখিত: মেসি
উরুগুয়ে, ব্রাজিলের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা  
সর্বশেষ খবর
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
স্বাস্থ্য অধিদফতরের সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড
দিল্লিতে অবৈধ বসবাসের দায়ে একাধিক বাংলাদেশি গ্রেফতার
দিল্লিতে অবৈধ বসবাসের দায়ে একাধিক বাংলাদেশি গ্রেফতার
এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালীতে
এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালীতে
সর্বাধিক পঠিত
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রংপুরে জিএম কাদেরজাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ