X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
বাটলার-সাবিনাদের ইস্যু

‘ডিসিপ্লিন সবার ঊর্ধ্বে, তবে অনন্তকাল তো সম্মান দেখানো হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০

৩০ জানুয়ারি থেকে পিটার বাটলারকে বয়কট করে যাচ্ছেন অধিনায়ক সাবিনা খাতুনসহ জাতীয় ফুটবল দলের ১৮ ফুটবলার। কিছুতেই তাদের অনুশীলনে ফেরানো যাচ্ছে না। এমনকি কেন্দ্রীয় চুক্তিতেও। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ‘মনস্তাত্বিক লড়াই’ চলছে। যদিও এরই মধ্যে ৩৬ জন খেলোয়াড় চুক্তি করায় সাবিনারা কিছুটা চাপে পড়েছেন। যাই চলুক না কেন বাফুফে মেয়েদের জন্য দীর্ঘমেয়াদে অপেক্ষা করতে চাইছে না।
এরই মধ্যে সানজিদাসহ কেউ কেউ বাফুফে ভবনের জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন। তবে কেউ মুখ খুলতে চাইছেন না। 

জানা গেছে ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে নারী দল গেলে তখন ক্যাম্প ছুটি হয়ে যেতে পারে। সেসময় সাবিনাদের জন্য বাফুফে ভবনে থাকাও কঠিন হয়ে যেতে পারে। আবার একুশে ফেব্রুয়ারির জন্য পদক নেওয়ার অপেক্ষায় থাকা খেলোয়াড়রা পরবর্তীতে কিছু একটা করতে পারেন বলে আভাস মিলেছে।

আজ বসুন্ধরা কিংস মাঠে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও বিশেষ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সংবাদমাধ্যমকে বাটলার-সাবিনাদের ইসু নিয়ে কিছু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনও শূন্যতা অপূর্ণ থাকে না। শূন্যতা কিন্তু পূরণ হয়ে যায়। আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলেও ভবিষ্যতে ভালো কিছুর প্রত্যাশায় আছি।’

এরপরই সভাপতির কথার পুনরাবৃত্তি টেনে এই কর্মকর্তা বলেছেন, ‘সভাপতি কিন্তু বলেছেন যারা অনুশীলনে আসবে তাদের জন্য দরজা উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তিনি ক্লিয়ার বলে দিয়েছেন। এ নিয়ে কোনও অস্পষ্ট কিছু নেই। তারা আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছে। তাদের আমরা অসময়ে হারাতে চাই না। তারপরও একটা কথা বলতে হয় ডিসিপ্লিন সবকিছুর ঊর্ধ্বে। আমরা তাদের সম্মান দেখিয়ে অপেক্ষা করছি। কিন্তু তাই বলে সম্মান অনন্তকাল দেখানো হবে না।’

এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার অপেক্ষা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের ভক্তদের জন্য শমিত সোমের বার্তা 
পুলিশ কমিশনারকে জার্সি ও বল দিলো বাফুফে 
অবশেষে বেতন বাড়িয়ে চুক্তি করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ