লা লিগায় ওসাসুনার বিপক্ষে রেফারির সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। সেজন্য চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই মিডফিল্ডার। কার্ড দেখার পর ইংলিশ তারকা জানিয়েছেন, পুরো বিষয়টা ছিল ভুল বোঝাবুঝি এবং তিনি রেফারিকে কোনও ধরনের অসম্মান করেননি।
ওসাসুনার বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে ৩৯ মিনিটে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। ঘটনার আগে রেফারি হোসে মুনুয়েরা মোন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। বেলিংহ্যাম জানিয়েছেন, কোনও ধরনের অসম্মানজনক কথা বলেননি তিনি। বরং নিজের হতাশার কথা প্রকাশ করেছেন, ‘আমার মনে হয় বিষয়টা আপনারা ভিডিওতেই পরিষ্কার দেখতে পাবেন। ঘটনাটা পুরো মনে আছে। এটা ছিল নিজেকে বলা একটা অভিব্যক্তি।’
তিনি মনে করেন পুরো বিষয়টা ছিল ভুল বোঝাবুঝি, ‘অবশ্যই এখানে ভুল বোঝাবুঝি ছিল। রেফারি মনে করেছে তাকে হয়তো অসম্মানজনক কিছু বলা হয়েছে। কিন্তু তাকে অসম্মান দেখানোর কোনও ইচ্ছাই আমার ছিল না। সেখানে কোনও অসম্মানও ছিল না।’
এখন বড় শাস্তির মুখোমুখি রিয়াল মাদ্রিদ তারকা। তবে বেলিংহ্যাম বিশ্বাস করেন, ভিডিওতে যা দেখা গেছে, সেটা তাকে বড় ধরনের শাস্তি এড়াতে সহায়তা করবে।
রিয়াল মাদ্রিদে ২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেওয়ার পর এটা বেলিংহ্যামের দ্বিতীয় লাল কার্ড। সর্বশেষবার দেখেছেন গত মার্চে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে তাকে কার্ড দেখান জেসুস গিল মানজানো।