সেল্টিকের বিপক্ষে ঘরের মাঠে ঘাম ছুটলো বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের দ্বিতীয় লেগে মঙ্গলবার তারা পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আলফান্সো ডেভিসের সমতাসূচক গোলে সেরা ষোলোতে জার্মানরা।
গ্লাসগোতে ২-১ গোলে প্রথম লেগ জিতে আসার পর স্বস্তিতে থাকতে পারেনি বায়ার্ন। এলিয়েঞ্জ এরেনায় প্রথমার্ধে পিছিয়ে থাকতে পারতো তারা। তবে হাফটাইমে গোলশূন্য স্কোর ধরে রাখে তারা।
৬৩ মিনিটে কুনের গোলে এগিয়ে যায় সেল্টিক। তারপর দুই লেগের অগ্রগামিতায় লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। শেষ পর্যন্ত ৯৪তম মিনিটে গোরেতকার শট সেল্টিক কিপার শুমেখেল ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল কাঁপান ডেভিস। ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে জায়গা করে নেয় বায়ার্ন।
এদিকে ফেনুর্দ রটারডাম শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে এসি মিলানকে বিদায় করে। দ্বিতীয় লেগে ইতালিয়ানদের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। নিজেদের মাটিতে ১-০ গোলে প্রথম লেগ জেতা ফেনুর্দ দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় নকআউট নিশ্চিত করেছে।
সান সিরোতে প্রথম মিনিটে হিমেনেজের গোলে এগিয়ে যায় মিলান। থিও হার্নান্দেজ ৫১ মিনিটে লাল কার্ড দেখলে চিত্র পাল্টে যায়। ৭৩ মিনিটে জুলিয়ান কারাঞ্জার গোল মিলানের হৃদয় কাঁপিয়ে দেয়। শেষ মিনিটে লাল কার্ড দেখেছে ফেনুর্দও।
এদিন চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ানদের জন্য বাজে দিন গেছে। বিদায় দেখেছে সিরি আ ক্লাব আতালান্তা। ঘরের মাঠে ক্লাব ব্রুগের কাছে ৩-১ গোলে দ্বিতীয় লেগে হেরেছে তারা। ৫-৩ গোলের অগ্রগামিতায় পরের পর্বে ব্রুগ।
মোনাকোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বেনফিকা। ৪-৩ গোলের অগ্রগামিতায় তারা শেষ ষোলোতে।
পরের পর্বে বায়ার্ন খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ বা বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। বেনফিকার দেখা হবে লিভারপুল বা বার্সেলোনার সঙ্গে। ব্রুগের প্রতিপক্ষ লিল বা অ্যাস্টন ভিলা। ফেনুর্দ পাবে ইন্টার মিলান বা আর্সেনালকে। শুক্রবার হবে এর ড্র।