X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ড্র করেও কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০৫:১৪আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৩০

পিএসভি আইন্দহোভেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আর্সেনালকে রুখে দিলো। ২-২ গোলে ড্র হলো বুধবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ। তাতে অবশ্য গানারদের কোয়ার্টার ফাইনালে উঠতে সামান্যতম বাধা হয়ে দাঁড়াতে পারেনি তারা। প্রথম লেগ ৭-১ গোলে জেতা আর্সেনালের সেরা আট নিশ্চিত করা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। ৯-৩ গোলের অগ্রগামিতায় তারা শেষ ষোলোর বাধা পার হলো।

গত সপ্তাহে নেদারল্যান্ডসে রেকর্ড গোলে জেতা আর্সেনাল পঞ্চম মিনিটে ওলেক্সান্দার জিনচেঙ্কোর গোলে এগিয়ে যায়। আরেকবার পিএসভিকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। তবে এবার তেমন কিছু হয়নি। বরং ১৮তম মিনিটে ইভান পেরিসিচের গোলে পিএসভির হাজারো ভক্তরা উদযাপনের লক্ষ্য খুঁজে পায়।

হাফটাইমের আগে রহিম স্টার্লিংয়ের ক্রসে ডেকলান রাইসের গোলে আর্সেনাল আবার এগিয়ে যায়। কিন্তু পিএসভি ৭০তম মিনিটে কোহাইব দ্রিউয়েচের গোলে সমতা ফেরায়। কোয়ার্টার ফাইনালে মিকেল আর্তেতার দল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এদিকে লিলের প্রতিরোধের ‍মুখে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানরা ঘুরে দাঁড়ায় এবং ২-১ গোলে জেতে দ্বিতীয় লেগ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় টানা দ্বিতীয় বছরে কোয়ার্টার ফাইনালে তারা।

প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। জোনাথন ডেভিডের শুরুর দিকের গোলে স্বাগতিক লিলকে এগিয়ে দেয়। তবে এমরে কান ও ম্যাক্সিমিলিয়ান বেইয়ারের দ্বিতীয়ার্ধের গোল ডর্টমুন্ডকে শেষ ষোলোর বাধা পার করে দেয়।

১৯৯৭ সালের শিরোপা জয়ী ডর্টমুন্ড গতবছর রানার্সআপ হয়েছিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।

অ্যাস্টন ভিলা ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ক্লাব ব্রুগের বিপক্ষে। প্রথম লেগে তারা ৩-১ গোলে জিতেছিল। বুধবার দ্বিতীয় লেগে ১৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া ব্রুগকে ইংলিশ ক্লাব তিন গোলই দিয়েছে দ্বিতীয়ার্ধে। মার্কো আসেনসিও করেন জোড়া গোল। মাঝে ইয়ান মাতসেন দেখা পান গোলের। দুই লেগে ৬-৩ গোলের অগ্রগামিতায় সেরা আটে ভিলা।

চার দশকেরও বেশি সময় পর ইউরোপিয়ান প্রতিযোগিতার মঞ্চে ফেরা ভিলা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দারুণ ফর্মে থাকা পিএসজির বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
পিএসজি ফাইনালে ওঠার পর হাসপাতালে ৩ সমর্থক, গ্রেফতার ৪৩
আর্সেনালকে হারিয়ে পিএসজি কোচ বললেন, ‘আমরা আসলেই কৃষকদের লিগ’
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ