X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আলভারাজের দুই পা বলে লেগেছে কি না, সেই ব্যাখ্যা দিলো উয়েফা

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২২:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২২:০৬

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাদ্রিদ ডার্বিতে নাটকীয় টাইব্রেকারে হেরে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। হারের পর আলোচনায় পেনাল্টি শুটআউটে তাদের খেলোয়াড় হুলিয়ান আলভারাজের গোল বাতিল হওয়ার বিষয়টি। ডান পায়ে শট নেওয়ার গিয়ে তার বাঁ পা পিছলে বল স্পর্শ করার অভিযোগ তোলেন রিয়াল মাদ্রিদ কিপার থিবো কোর্তোয়া। বলে দুই পা লাগার কারণে ভিএআর দেখে গোলটি বাতিল করেন রেফারি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে। এ ব্যাপারে সকাল থেকে উয়েফার কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থাও সাড়া দিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, শট নেওয়ার সময় বলে দুই পা স্পর্শ করেছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার মতে, অ্যাতলেতিকো বৃহস্পতিবার সকাল থেকেই উয়েফার কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে। তাদের দাবি, এমন কোনও ছবি নেই যেখানে স্পষ্টভাবে দুই পায়ের স্পর্শ দেখা গেছে। আলভারেজ নিজেও তার পরিবারকে জানিয়েছেন যে, ওই সময় তিনি সেটি লক্ষ করেননি। এমনকি লস কলচোনেরোরা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছে।

তবে উয়েফা বিষয়টি স্পষ্ট করেছে। যে দুটি ছবির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি প্রকাশ করে তারা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

‘গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শেষে হুলিয়ান আলভারেজের নেওয়া পেনাল্টি কিকটি বাতিল করার ঘটনা নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ উয়েফার কাছে ব্যাখ্যা চেয়েছে। খেলোয়াড় বলে লাথি মারার আগে দাঁড়িয়ে থাকা পায়ের সামান্য স্পর্শ লেগেছে, সংযুক্ত ভিডিও ক্লিপে সেটি দেখা গেছে। বর্তমান নিয়ম (খেলার আইন ১৪.১) অনুসারে ভিএআরকে রেফারি গোলটি বাতিল করার নির্দেশ দেন।’

ইউরোপীয় গভর্নিং বডি উল্লেখ করেছে, দুর্ঘটনাবশত কারণে বলে দুই পা লাগার কারণে গোল বাতিল হওয়ার নিয়ম পরিবর্তন করা উচিত কি না সেই ব্যাপারে রেফারি সংস্থার সঙ্গে আলোচনা করবে।

তাদের বিবৃতি, ‘যেসব ক্ষেত্রে বলে দুইবার স্পর্শ স্পষ্টতই অনিচ্ছাকৃত, সেখানে নিয়মটি পর্যালোচনা করা উচিত কিনা তা নির্ধারণের জন্য উয়েফা ফিফা এবং আইএফএবির সঙ্গে আলোচনা করবে উয়েফা।’

/এফএইচএম/
সম্পর্কিত
পিএসজি ফাইনালে ওঠার পর হাসপাতালে ৩ সমর্থক, গ্রেফতার ৪৩
আর্সেনালকে হারিয়ে পিএসজি কোচ বললেন, ‘আমরা আসলেই কৃষকদের লিগ’
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ