দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে পরের রাউন্ড হতে যাচ্ছে খানিকটা বিবর্ণ। নেইমারের পর আরেক তারকা লিওনেল মেসিও খেলতে পারছেন না। ইনজুরিতে বাদ পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে না পেরে হতাশ ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
ছয় গোল করে বাছাইয়ের শীর্ষ গোলদাতা মেসি ইনস্টাগ্রামে নিজের অভিব্যক্তি জানিয়েছেন, ‘জাতীয় দলের সঙ্গে উরুগুয়ে ব্রাজিলের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারায় আমি দুঃখিত। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম। কিন্তু ছোট একটি ইনজুরির কারণে আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে, তাই আমি খেলতে পারছি না। অন্য ভক্তদের মতো আমি এখান থেকে সমর্থন করে যাবো এবং উৎসাহ দিতে থাকবো। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জয়ের ম্যাচে গ্রোয়িন স্ট্রেইনে পড়েন মেসি। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
চলতি মাসের শুরুতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইন্টার মায়ামির তিন ম্যাচ খেলেননি মেসি। মাঠে ফিরেই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে গোল করেন বদলি খেলোয়াড় হিসেবে।
আগামী শুক্রবার উরুগুয়ে ও ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলবে।
শক্ত অবস্থানে থেকেই মেসিকে ছাড়া পরের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১০ দলের টেবিলে শীর্ষে তারা। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে মন্টেভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে তারা।