X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

স্পেনের প্রথম মুসলিম হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৫:৩৮আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৫:৩৮

স্পেন দলে মুসলিম খেলোয়াড় আগেও খেলেছেন। কিন্তু ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল প্রথম মুসলিম খেলোয়াড় হিসেবে দেশটির হয়ে খেলতে যাচ্ছেন রোজা রেখে। নেশন্স লিগে আসন্ন কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচেই রোজা রাখবেন তিনি। 

পৈত্রিকসূত্রে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা ও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইয়ামাল স্পেন দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ইতোপূর্বে আনসু ফাতি, আদামা ত্রাওরে ও মুনির এল হাদ্দাদির মতো মুসলিম খেলোয়াড় স্পেনের হয়ে খেললেও ইয়ামালের জন্য ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ এবার তার জাতীয় দলের হয়ে খেলার সময়টা রমজানের সঙ্গে মিলে গেছে। 

বার্সেলোনা এরই মধ্যে তার জন্য বিশেষ পুষ্টি পরিকল্পনা নির্ধারণ করে দিয়েছে। যাতে রোজা রাখলে তার পারফরম্যান্সে প্রভাব না পড়ে। ম্যাচের দিন ইফতার করে রোজা ভাঙার অনুমতি পেলেও সতর্কতার সঙ্গে শরীরে পানিশূন্যতার বিষয়টি এড়িয়ে চলছেন ইয়ামাল। চিনিও এড়িয়ে যাচ্ছেন। রোজায় নিজের ডায়েট নিয়ে মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, ‘আমি ভোর ৪টায় উঠে ভারি নাস্তা করি। দলের সকালের নাস্তা এড়িয়ে অনুশীলন করি। ইফতারের আগ পর্যন্ত নামাজ ও অন্যান্য ইবাদত চালিয়ে যাই।’

ইয়ামালের এই রোজা রাখায় কোনও সমস্যা দেখছেন না স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তেও। তার মতে এতে উদ্বেগের কিছু নেই। বৃহস্পতিবার প্রথম লেগের ম্যাচের আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটা আমাদের জন্য খুবই সাধারণ একটি বিষয়। সে তার ক্লাব বার্সেলোনায় এই সময়ে যেভাবে নিয়ম অনুসরণ করে চলেছে, এখানেও তাই করবে।’ 

স্পেন জাতীয় দলের মেডিকেল টিম ও পুষ্টিবিদরা ১৭ বছর বয়সী ফরোয়ার্ডকে সঠিক খাদ্যাভ্যাস ও পানীয় গ্রহণের নির্দেশনা দিয়েছেন। যাতে তিনি সর্বোচ্চ ফিটনেস ধরে রাখতে পারেন। স্পেনের কোচ বলেছেন, ‘আমরা সব ধর্মীয় বিশ্বাসের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদশর্ন করি। সে খেলতে সম্পূর্ণ ফিট।’

স্পেন কোচ অবশ্য এটা স্বীকার করেছেন, নিজের ক্যারিয়ারে এবারই প্রথম কোনও খেলোয়াড়কে রমজানে রোজা রেখে খেলতে দেখছেন তিনি, ‘আমি কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। তবে সব কিছু স্বাভাবিকভাবেই চলছে।’

প্রথম লেগের ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত পৌনে ২টায়। 

/এফআইআর/ 
সম্পর্কিত
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
সর্বশেষ খবর
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক