X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শিলংয়ে বাংলাদেশ দলে স্বস্তির সঙ্গে দুশ্চিন্তাও

তানজীম আহমেদ, শিলং (ভারত) থেকে
২২ মার্চ ২০২৫, ২১:৪৬আপডেট : ২২ মার্চ ২০২৫, ২২:০০

ভারতের মেঘালয়ের শিলংয়ে পা দিয়ে বাংলাদেশ দল কোন মাঠে অনুশীলন করবে, তা নিয়ে ছিল যত চিন্তা। সবুজে ঘেরা নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ভেতরের পরিবেশ যতই শান্ত থাকুক না কেন, অনুশীলনের জন্য ঘাসের মাঠ ছিল অনেকটাই অনুপযোগী। প্রথম অনুশীলন সেখানে হওয়ার পরই চারদিকে খবর ছড়িয়ে যায় ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে হতে যাচ্ছে। এনিয়ে কিছুটা চিন্তাও কাজ করছিল। কেননা জামাল-তপুরা ঢাকা কিংবা সৌদি আরবে ঘাসের মাঠে অনুশীলন করে এসেছেন। তবে তাদের সেই চিন্তা উবে গেছে আজকেই। বাছাইপর্বের ম্যাচটি টার্ফে নয়, ঘাসের মাঠেই হবে। বাফুফে থেকে আজ তা নিশ্চিত করা হয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে আগে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা নিজের হতাশা লুকাননি, ‘না, এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয়। কিন্তু ঠিক আছে (কী আর করা)। আমরা চেষ্টা করবো, পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ-সুবিধা পাওয়ার। আশা করি, সেটা আমরা পাবো। আজকের সেশন হালকা এবং মানিয়ে নেওয়ার সেশন।’

এরপরই যোগ করলেন, ‘মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে এবং আমরা অন্তত এক-দুই দিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কী হয়। এটা ম্যানেজারের বিষয়। তাদেরকেই এ বিষয়টি দেখভাল করতে দিন।’

কাবরেরার হতাশা হয়তো আজ ঘাসের মাঠে ম্যাচ হওয়ার কথা শুনে কেটে গেছে। তবে অনুশীলনে নিজের মনমতো মাঠ না পাওয়ার হতাশা মনে হয় আড়াল করা যায়নি। বাংলাদেশ দল আজ জওহরলাল স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে অনুশীলন করেছে। তাদের চাহিদা মতো মূল ভেন্যুতে এখনও অনুশীলনের সুযোগ পাওয়া যায়নি। হয়তো ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলন করতে পারবেন জামাল-হামজারা।

হামজাদের অনুশীলন

শুধু তাই নয়, এখানে এসে অনুশীলনের মাঠ ছাড়াও সময়ক্ষণ পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনও নির্দিষ্ট সময় মানা হচ্ছে কমই। সাদ উদ্দিন তো আজ অনুশীলনের এক ফাঁকে এসে প্রশ্নের উত্তরে বলে গেছেন, এবার যেন সবরকমের ‘প্রতিকূলতা’ একটু বেশি অনুভব করছেন, যেটা ২০১৯ সালে কলকাতা সল্টলেকের ম্যাচের আগে হয়নি। এমন দুশ্চিন্তা থেকে নিজেদের মানসিকভাবে তৈরি করে একজন পেশাদার খেলোয়াড় হয়ে সাদ-জামালরা ভারত ম্যাচে উৎরে যেতে চান।

এদিকে সাংবাদিকদের জন্য আজ নানান বিধিনিষেধ জারি হয়েছে। বাফুফে থেকে অনুরোধ করা হয়েছে শিলংয়ে জাতীয় দলের অনুশীলন চলাকালে কোনও মাধ্যমেই যেন তা সরাসরি সম্প্রচার না করা হয়। অথচ সাংবাদিকদের জন্য শুধু অনুশীলনের শুরুর ১৫ মিনিট বরাদ্দ হয়েছে। সে সময়ে শুধু বল নিয়ে নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া ছাড়া খেলোয়াড়রা অন্য ট্যাকটিক্যাল কিছু করেন না বললেই চলে। 

এছাড়া বাংলাদেশ টিম হোটেলে কোনও ধরনের পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ করা হয়েছে। আজ হোটেলে সাংবাদিকদের দেখে টিম সংশ্লিষ্ট একজন মিডিয়া ম্যানেজারের মাধ্যমে তা মনে করিয়ে দেন! হয়তো কোচ চাইছেন নিবিড় অনুশীলন। অনুশীলনের বাইরে নির্দিষ্ট ফুটবলার ছাড়া অন্য কেউ যেন ফোনে কিংবা অন্যভাবে কথা বলতে না পারেন, তার জন্য আগে থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। বিশেষ করে ফাহামিদুল ইসলামকে কেন্দ্র করে যা ঘটেছে, তা নিয়ে বিব্রত অনেকেই।

এমন অবস্থায় শিলংয়ে ঠান্ডা আবহাওয়ার মধ্যে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ২৫ মার্চ জেতার সংকল্প যে সবার মধ্যে।

/এফএইচএম/
সম্পর্কিত
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন