শিলংয়ের আবহাওয়ার মতিগতি বোঝা বড় মুশকিল। এই বৃষ্টি তো, এই রৌদ্র। আকাশ আজ সকাল থেকে অঝোর ধারায় কেঁদেছে। এমনিতেই তাপমাত্রা ঠান্ডা। তার ওপর আজ দুপুরের আগে থেকে বৃষ্টি ঝরছে। ঠান্ডা যেন আরও বাড়িয়ে দিয়েছে। তবে দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই আবার আকাশ হেসেছে। সূর্য উঁকি দিচ্ছে। রোদ-বৃষ্টির বাহারি খেলা চলছেই। এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পাহাড়ের পাদদেশের শহরটিতে এসে এমন আবহাওয়ায় নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা জামাল ভূঁইয়াদের। তবে এখানে অনুশীলন মাঠের দুরবস্থা নিয়ে জটিলতা যেন কাটতেই চাইছে না।
আজ অফিসিয়ালি বাংলাদেশের এমনিতে মাঠ পাওয়ার কথা। কাল বাদে পরশু ম্যাচ। তবে অনুশীলন মাঠ পাওয়া নিয়ে গলদঘর্ম হতে হয়েছে। জওহরলাল নেহরু স্টেডিয়ামের টার্ফে আগের দিন টাকা দিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। আজও সেখানে করতে চাইলে শুরুতে প্রথম দিনের নেহু গ্রাউন্ডে যেতে বলা হয়েছিল। এ নিয়ে ম্যানেজার আমের খান সকাল থেকে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধির সঙ্গে শিলংয়ে আলোচনা করে গেছেন। ফোনের অন্য প্রান্তে সেই প্রতিনিধিকে আমের খানকে বলতে শোনা যায়, ‘হোয়াটস গোয়িং অন… গিভ মি ডিসিশন।’
এরপরই আমের খান এই প্রতিনিধিকে বলেছেন, ‘আমাদের টার্ফে অনুশীলন করার কথা। হঠাৎ তারা বলছে এখানে অনুশীলন করার সুযোগ নেই। সেই প্রথম দিনের মাঠে যেতে। এ নিয়ে দেনদরবার চলছে।’
এরপরই ঘণ্টাখানেক পর আবার আমের খান ফের ফোনে বলেছেন, ‘ভাই এখানে না আসলে বুঝবেন না মাঠ নিয়ে ভোগান্তি কেমন হয়েছে। একবার বলে ৬টা, আবার বলে ৪টা। আমরা লাঞ্চ করবো কখন, আর অনুশীলন করবোই বা কখন। হোটেল থেকে এক ঘণ্টার দূরত্বের সেই মাঠে কেনই বা যাবো আমরা। টার্ফ ব্যবহার করতে টাকা দিতে হয়েছে। তারপরও সমস্যা যেতে সময় লাগছে। অবশেষে শেষ মুহূর্তে এসে টার্ফের মাঠ দিয়েছে ওরা। তবে আমাদের ফ্লাড লাইটে অনুশীলন করা হয়নি।’
ফিফা-এএফসির ম্যাচে এই যুগে এসে এমন সমস্যা হচ্ছে কেন? ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘দেখুন বাংলাদেশ দল মাইনাস ফোর দিয়ে যাত্রা শুরু করেছে। এর মানে হলো অফিসিয়াল ম্যাচের আগের দুই দিন আগে আপনারা এসেছেন। এই সময়ে যেখানে ফেডারেশনের সরাসরি কিছু করার সুযোগ নেই। যা করতে হবে তা আপনাদের নিজেদের। আমার মনে হয় আগে থেকে এখানে এসে দল কী কী সুবিধাদি পাবে তা দেখে গেলে ভালো হতো। কেননা ভারত-বাংলাদেশ ম্যাচটি অন্যরকম উচ্চতায় গিয়ে ঠেকেছে। তাহলে এখন মাঠ বা অন্য কিছু নিয়ে ঝামেলা কমই হতো।’
তবে এমন ‘মাইন্ডগেম’ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন অন্য কথা, ‘আমরা যে আগে থেকে শিলং গিয়ে সবকিছু দেখে আসবো সেই সুযোগ তো মনে হয় ছিল না। এমনিতে ভিসা সমস্যা ছিল। আর এখন আধুনিক যুগে ফুটবলে নিয়মানুযায়ী একটি দলের অনুশীলন ভেন্যু নিয়ে একেক সময় একেক কথা তো কাম্য নয়।’
স্থানীয় সময় বিকাল ৪টা থেকে টার্ফে অনুশীলন করার কথা জামালদের। তবে যেভাবে বজ্রগর্জনের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে, তাতে প্রস্তুতি কতটা আঁটসাঁট হবে তা নিয়ে কিছুটা তো সংশয় থেকেই যায়।