লিওনেল মেসির পাশে সুঠামদেহী একজনকে সবসময় দেখা যায়। আমেরিকায় আসার পর থেকে আর্জেন্টিনা অধিনায়কের সার্বক্ষণিক সঙ্গী ইয়াসিন চুকো। ইন্টার মায়ামির কোনও ম্যাচের সময় মাঠের বাইরে শুধু নয়, কখনও কখনও মাঠের ভেতরেও দৌড়াতে দেখা যায় তাকে। মেসিকে ছুঁয়ে দেখতে মাঠে অনুপ্রবেশকারীদের থামিয়ে দিয়ে বেশ কয়েকবার আলোচিত হয়েছেন তিনি। এবার থেকে আর এই কাজটি করতে পারবেন না আর্জেন্টাইন তারকার দেহরক্ষী। তাকে মাঠে ঢুকতে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকার।
নেভি সিলে কাজ করা ইয়াসিন ২০২৩ সাল থেকে মেসির দেহরক্ষী হিসেবে আছেন। নিষেধাজ্ঞার কারণে তিনি এমএলএস ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আর মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না। তবে ড্রেসিংরুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে বাধা নেই।
এমএলএস এর এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন ৩৫ বছর বয়সী ইয়াসিন। হাউজ অব হাইলাইটসকে তিনি বলেন, 'তারা আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। এই সময়ে মাত্র ৬ জন মাঠে অনুপ্রবেশ করেছে। আর এখানে ২০ মাস কাজ করেছি, ১৬ জনকে ঢুকতে দেখলাম। এখানে অনেক সমস্যা। আমি সমস্যা নই। আমাকে মেসিকে সাহায্য করতে দিন।'
নিজেকে মেসির পরিবারের অংশ মনে করেন ইয়াসিন, ’আমার মনে হয় আমি যেন তার পরিবারের কেউ। তার সুরক্ষায় আমি অনেক খাটি, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। কারণ তিনি আমাকে অনেক বিশ্বাস করেন এবং আমার ওপর নির্ভরশীল। আমার মনোযোগের সবটাই তাকে দেই। তিনি খুব বিনয়ী।'
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। বৃহস্পতিবারের এই ম্যাচ থেকে শুরু হবে ইয়াসিনের নিষেধাজ্ঞা।