X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

‘অনেক ভুল’ করে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৫, ০৯:২৯আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৯:৫৭

কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের  সঙ্গে। ৫-৪ গোলের অগ্রগামিতায় শিরোপার লড়াই নিশ্চিত করতে মাদ্রিদ ক্লাব ‘অনেক ভুল’ করেছে বলে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করলেন!

সান্তিয়াগো বার্নাব্যুতে রোমাঞ্চে ঠাসা ম্যাচে ৮০ মিনিট পর সোসিয়েদাদ ৩-১ গোলে লিড নেয়। তারপর জুড বেলিংহ্যাম ও অরেলিয়েন শুয়োমেনি স্কোর ৩-৩ করেন। তারপর মিকেল ওয়ারজাবালের ৯৩তম মিনিটের গোলে সেমিফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে।

১১৫তম মিনিটে আন্তোনিও রুডিগারের চমৎকার হেডে মাদ্রিদ আগামী ২৬ এপ্রিল কাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে। সেভিয়েতে তারা মুখোমুখি হবে বার্সেলোনা কিংবা অ্যাতলেতিকো মাদ্রিদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, ‘অনেক গোল এবং অনেক ভালো ব্যাপার নিয়ে এটা ছিল একটা রোমাঞ্চকর খেলা। আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করেছি। আমরা আরেকটি ফাইনালে। অনেক ভালো ব্যাপার হয়েছে, অনেক ভুল হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল।’

আনচেলত্তি বললেন, ৩-১ গোলে পিছিয়ে পড়লেও রিয়াল ছিটকে যাবে, এমন শঙ্কা তার মনে আসেনি। তিনি বললেন, ‘আমি একদমই ভাবিনি যে আমরা ছিটকে যাবো। বার্নাব্যুতে যে কোনও কিছু হতে পারে। তার চেয়ে বড় কথা, এই ধরনের খেলায়, এই ধরনের পরিবেশে, যখন আমাদের ঘুরে দাঁড়াতে হয়, তখন আমরা হাল ছাড়ি না।’

এন্দ্রিকের গোল উদযাপন

দুটি গোল বানিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, যার একটি করেছেন এন্দ্রিক। দুই ব্রাজিলিয়ানের প্রশংসা করলেন আনচেলত্তি, ‘আমরা (এন্দ্রিককে) প্রস্তুত থাকতে বলেছি। সে ভালো একটা দৌড় দিয়েছিল, ভালো পাস (ভিনিসিয়ুসের কাছ থেকে) এবং চমৎকার ফিনিশ। এটাই এন্দ্রিক, সে বলে খুব বেশি স্পর্শ করবে না, কিন্তু খুবই পরিচ্ছন্ন।’

এন্দ্রিক চলতি মৌসুমে সীমিত খেলা খেলেছে। জায়গা পেতে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে। এনিয়ে কোপা দেল রের পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন ব্রাজিলিয়ান।

রিয়াল মাদ্রিদ টিভিকে এন্দ্রিক বলেছেন, ‘যখন আমি খেলি, তখনই আমাকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমি জানি, এখানে খেলা কত কঠিন, আক্রমণে বিশ্বের সেরা চার জন। ভিনি, কিলিয়ান, জুড ও রদ্রিগো অসাধারণ খেলোয়াড়, কিন্তু যখন আমি সুযোগ পাই, আমাকে দলকে সাহায্য করতে হবে।’

গোলদাতা অরেলিয়েন শুয়োমেনির মতে, রিয়ালের পারফরম্যান্স খুশি হওয়ার মতো নয়। তিনি বললেন, ‘আমরা শেষ পর্যন্ত সবকিছু দিয়েছি। কিন্তু আমাদের আরও ভালো খেলতে হবে। আমাদের সুযোগ তৈরি করে যেতে হয়েছে। আমরা সেটাই করেছি। কিন্তু আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

সোসিয়েদাদ কোচ ইমানোল আলগুয়াসিল বলেন, লড়াইয়ে ৩-৩ এ সমতা ফেরাতে রিয়ালের দ্বিতীয় গোলটি ছিল অবৈধ। তার দাবি, বেলিংহামের করা গোলটি বিল্ডআপের সময় অফসাইডে ছিলেন এমবাপ্পে। তিনি বলেন, ‘এটা অফসাইড ছিল, এগুলো সবসময় দেওয়া হয়, কিন্তু জানি না এবার কেন দেওয়া হলো না। রিয়াল মাদ্রিদ বড় ক্লাব, তাদের সাহায্যের দরকার নেই। কিন্তু তারা সাহায্য নিয়ে আমাদের ছিটকে দিলো।’

/এফএইচএম/
সম্পর্কিত
এল ক্লাসিকোর লড়াইকে শিরোপা নির্ধারক মানছেন আনচেলত্তি
সেল্টার বিপক্ষে জিতে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো রিয়াল
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
সর্বশেষ খবর
ময়লার স্তূপে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি
ময়লার স্তূপে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি
সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির
আইনজীবীকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
আইনজীবীকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?