অনেক দিন থেকে পিটার বাটলারকে বয়কট করে যাচ্ছেন সাবিনাসহ ১৮ ফুটবলার। এমনকি নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। আজ বাফুফের ডাকে সাবিনারা ক্যাম্পে যোগ দিয়েছেন। কাল সকালে ৬ ফুটবলার ভুটান লিগে খেলতে যাচ্ছেন। তার আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এর আড়ালে কোচ পিটার বাটলারের অধীনে সাবিনারা পরবর্তীতে অনুশীলন কিংবা খেলবেন কিনা তা রহস্য থেকে গেছে। কেউ পরিষ্কার করে বলেননি।
এছাড়া আগামীকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা আরও ৪৯ জন ফুটবলারের। পরশু দিন আসবেন ইংলিশ কোচ বাটলার। তার অধীনে সানজিদা-কৃষ্ণারা অনুশীলন করবেন কিনা বা তিনিও তাদের অনুশীলনে নেবেন কিনা সেটাও পরিষ্কার হয়নি।
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া খেলবেন ভুটানের পারো এফসি’র হয়ে। মাসুরা ও রুপনা খেলবেন ট্রান্সপোর্ট উইনাইটেডে। এই ক্লাবে সাগরিকার খেলার কথা থাকলেও এখনও চূড়ান্ত হয়নি।
আগামীকাল সকালে ছয় নারী ফুটবলার ভুটানের উদ্দেশে দেশ ছাড়বেন।
ঈদের পর আজ বাফুফে ভবনে ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিকেলে ভবনে চতুর্থ তলায় সাবিনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
প্রায় আধঘণ্টা সভা শেষে কোনও মন্তব্যই করেননি। পরবর্তীতে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন , ‘তারা বিদেশের লিগ খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক ভাবমূর্তি। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি মূলত। এর বাইরে অন্য কোনও বিষয়ে আলোচনা হয়নি।’
মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও বলেছেন, 'জাতীয় দলের জন্য ক্লাব অবশ্যই খেলোয়াড় ছাড়বে। আমাদের সঙ্গে এমন কথাই হয়েছে ক্লাবের। তারাও আসবেন।’