X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রিয়ালের ঘুরে দাঁড়ানো মানসিকতার প্রশংসা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৪

অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে লা লিগায় শিরোপার আশা এখনও বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মানসিকতায় শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচটা যেভাবে এগুচ্ছিল তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লস ব্লাঙ্কোস। কিন্তু শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে যাওয়া রুখে দেন ফেডেরিকো ভালভারদে। শেষ দিকে যোগ হওয়া সময়ে দলকে তিন পয়েন্ট এনে দেন তিনি। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বরে, সংগ্রহ ৬৯। শীর্ষে থাকা বার্সার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে। 

ম্যাচের পর শিষ্যদের প্রশংসা করে আনচেলত্তি বলেছেন, ‘ভালভারদেই ছিল মূল কারিগর। কারণ সে গোলটা করেছে। দলও ভালো করেছে। প্রথমার্ধে কিছুটা ধীর গতির ছিলাম আমরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব বিভাগে ভালো করেছি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম।’

প্রথমার্ধে সেই ঝলকটা দেখাতে পারেনি রিয়াল। বিরতির পর ভালোভাবে নিজেদের মেলে ধরেছে। মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ছিলেন ফলস নাইনের ভূমিকায়। নিজেদের ব্যর্থতা নিয়ে আনচেলত্তির মন্তব্য, ‘প্রথমার্ধ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওদের কাছ থেকে কোনও চাপ বোধ করিনি। কিন্তু দুর্ভাগ্য কোনও সুযোগ তৈরি করতে পারিনি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘গত বছর ফলস নাইন হিসেবে বেলিংহ্যাম আমাদের বড় সুবিধা এনে দিয়েছিল। প্রথমার্ধে আমরা সেটার ব্যবহার করিনি, দ্বিতীয়ার্ধে করেছি। তার পর সে বহুবার আক্রমণ করে ফিনিশিংয়ের অপেক্ষায় ছিল। গোল তার প্রাপ্য ছিল।’

কোপা দেল রের ফাইনালে বার্সার মুখোমুখি হবে রিয়াল। অনেকেই মনে করছেন, এই ম্যাচের লাইনআপ মূলত ক্লাসিকোর পূর্ব-প্রস্তুতি! আনচেলত্তি অবশ্য সেটা উড়িয়ে দিয়েছেন। তিনি বরং মনে করছেন এই জয় তাদের পরের সপ্তাহের ক্লাসিকোতে মোমেন্টাম পেতে সহায়তা করবে, ‘আমাদের প্রস্তুতির সময় এখনও হাতে আছে। তবে জয়টা আমাদের ভীষণ কাজে দেবে।’ 

/এফআইআর/
সম্পর্কিত
আনচেলত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল
ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি!
৬ ম্যাচের জন্য নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের রুডিগার 
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’